হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর বাঁধ ভেঙে প্লাবিত ত্রিশটি গ্রাম। ঘূর্ণি ঝড়ের পর এবার রাজ্যে বন্যার তাণ্ডব। টানা বর্ষণের ফলে হাইলাকান্দিতে ভাঙলো বাঁধ। জেলার মধ্যে প্রভাবিত হওয়া দুটি প্রধান নদী ধলেশ্বরী এবং কাঠাখাল গতকাল থেকে বিপদ সীমা অতিক্রম করেছে। গত তিন দিনের টানা বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় কৃতিম বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে কাটাখাল নদীর জল বৃদ্ধি হওয়ায় জেলার দুটি স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ত্রিশ টি গ্রাম। স্থানীয় মাটিজুড়ি এলাকার তছলা এবং কালাছড়া এলাকার আঙ্কাই লঙ্কাই নামের বাঁধ ভেঙে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তর ভূমি। উল্লেখ্য এখনও জলবন্দি হয়ে আছেন হাজার হাজার পরিবার।হাইলাকান্দি প্রতিনিধির রিপোর্ট।