শিলচর ক্যাপেটেল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অবধি বেহাল সড়কের অতিসত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংঘটনের কর্মকর্তাগণের। সেদিন প্রতিবাদীরা বলেন গত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময়ই সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায়, তবুও উন্নয়নের সরকার বলে নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজ-কর্ম ছেড়ে রাস্তায় নামতে হয়, উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান সংগঠনের কর্মকর্তারা । ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।