মুষলধারে বৃষ্টির ফলে ভাঙ্গা বাধের কাজ করতে পারেনি জলসম্পদ বিভাগ, তাই চটে লাল মন্ত্রী। ফোন জলসম্পদ বিভাগের কার্যবাহী অভিযন্তা কে৷ দশ দিনের ভেতর কাজ সম্পুর্ন করে ফটো মন্ত্রীর হোয়াটসঅ্যাপে দেওয়ার নির্দেশ ৷ আজ মন্ত্রীর ফোনের পর ভাঙ্গা বাধ পরিদর্শনে আসলেন কার্যবাহী অভিযন্তা অসিত দেব। আজ পাথারকান্দির বিলবাড়ি, কচুবাড়ি, ইচাগঞ্জ সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কার্যবাহী অভিযন্তা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জলসম্পদ বিভাগের কার্যবাহী অভিযন্তা জানান লঙ্গাই,সিঙলা, কুশিয়ারার জল বিপদ সীমার উপরে বইছিলো এরকম জল পূর্বের সব রেকর্ড ভেঙেছে তবে আমরা তাপাদারপাড়া সহ আরও কয়েকটি জায়গা রক্ষা করেছি কিন্তু কিছু কিছু জায়গা রক্ষা করা সম্ভব হয়নি । আজ বিভাগীয় মন্ত্রী পীযুষ হাজারিকা আমাকে ফোন করে ভাঙ্গা বাধ ঠিক হয়েছে কিনা জানতে চান আমি উত্তরে জানাই যে ফের নদীর জলস্তর বৃদ্ধি হওয়াতে আমরা কাজ করতে পারিনি তখন তিনি জানান দশ দিনের ভেতরে কাজ শেষ করে উনাকে ফটো পাঠানোর জন্য। বাধ রাস্তা সবকিছুই সবকিছু হবে যুদ্ধকালীন তৎপরতায়। দু এক দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে জানান তিনি।সঞ্জিত কৈরীর রিপোর্ট।