খুব সাবধান। এবার গাড়িতে সাদা এলইডি হেডলাইট থাকলেই পড়তে হবে পুলিশের খপ্পরে,এমনকী চালানও যাবে কাঁটা। চালু হয়ে গেল নতুন নিয়ম। না হলে পড়তে হবে মহা বিপদে, জেনেনিন এখনেই। অনেকেই চার চাকা গাড়ি কেনার পর নিজেদের পছন্দমতো সেই গাড়ির ফিচার্স পরিবর্তন করে। তার মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা গাড়ির হেডলাইটের সাদা এলইডি ব্যবহার করছেন। তবে সম্প্রতি গুজরাটে নিষিদ্ধ হয়েছে গাড়ির হেডলাইটে সাদা হেডলাইটের ব্যবহার। অনেকেই রয়েছেন যানবাহন কেনার পর নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন করে থাকেন গাড়িতে। গত কয়েক বছরে দেখা যাচ্ছে এলইডি হেডল্যাম্প ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। গাড়ি নির্মাতারা হলুদ হেড ল্যাম্প দিয়ে থাকেন সাধারণত। তবে গাড়ি কেনার পর অনেকেই সাদা এলইডি বসাচ্ছেন। লক্ষ্য করলে দেখা যাবে রাতের অন্ধকারে এ ধরনের সাদা এলইডি লাইট চরম অসুবিধা তৈরি করে। কোনও যানবাহনের সামনেই অপরদিক থেকে আসা কোনও যানবাহনের সাদা এলইডি লাইট চোখে পড়লে যেন সবকিছু ঝাপসা হয়ে যায়। এসবের ফলে বাড়ছে দুর্ঘটনার প্রবণতা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ধরপাকড় শুরু করল এবং জরিমানা আদায় শুরু করল। ট্র্যাফিক পুলিশের তরফ থেকে এই সকল যানবাহন আটকানো হচ্ছে যেগুলিতে সাদা এলইডি লাইট লাগানো হয়েছে। এরপর দেখা হচ্ছে সেসকল সাদা এলইডি লাইট বাজার থেকে আলাদা করে লাগানো কি না। যেসকল যানবাহনের বাজার থেকে আলাদা করে পরে সাদা এলইডি লাইট লাগানো হয়েছে সেইসকল যানবাহনের উপর জরিমানা আদায় করা হচ্ছে। যাঁদের
গাড়ির হেড লাইট নিয়ে নতুন নিয়ম পরিবহন দপ্তরের। গাড়ীতে কোন ধরনের লাইট ব্যবহার করবেন? দেখুন প্রতিবেদন।
এই ধরনের লাইট লাগানো রয়েছে তাদের এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে। সাদা এলইডি হেডলাইট ব্যবহার বর্তমানে একাধিক জায়গায় বৃদ্ধি পেয়েছে। গাড়ি কিনে তা মোডিফাই করে এই লাইট বসানো হয়। যা সড়ক নিরাপত্তার জন্য অনুকূল নয়। কারণ রাতের বেলায় হেডলাইট গুলি উজ্জ্বল আলোর কারণে দৃশ্যমানতা কমে যায়। অন্যান্য গাড়িচালকদের ফলে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পায়। সামনে থেকে আসা গাড়ির সাদা উজ্জ্বল হেডলাইটের আলো মনোযোগ নষ্ট করে বিপরীত দিক থেকে আসা গাড়ি চালকের। তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। যে কারণে শহর জুড়ে সাদা হেড লাইট ব্যান করেছে আহম্মেদাবাদ পুলিশ।
ন্যাশনাল ডেস্ক রিপোর্ট।