আজ ১৯শে মে বাংলা ভাষা শহীদ দিবস উপলক্ষে সমগ্র রাজ্যে জুড়ে পালন হচ্ছে যথাযোগ্য মর্যাদায় এই শহীদ দিবস আজ সকালে করিমগঞ্জ লোয়াইরপোয়া স্থায়ী শহীদ বেদী থেকে এক বিশাল পদযাত্রা বের করা হয়। দু কিলোমিটার পদযাত্রা করে পুনরায় শহীদ বেদীতে এসে এই যাত্রাটি সম্পন্ন হয়। কয়েক শতাধিক কচিকাঁচাদের নিয়ে এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আজ ১৯শে মে এই ভাষা শহীদ দিবস উদযাপন করা হয়। লোয়াইরপোয়া মোটরস্ট্যান্ড সংলগ্ন শহীদ বেদীতে পদযাত্রা শেষে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্থানীয় বিশিষ্ট নাগরিকরা। বাংলা ভাষার জন্য শহীদ হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপন ঘটে।সঞ্জিত কৈরীর রিপোর্ট।