মাতৃ দিবস পালন করলো আসাম রাইফেলস। ত্রিপুরার রাধানগর মিডিল স্কুলে পালন হলো মাতৃ দিবস। মাতৃ দিবস পালন উপলক্ষে আজ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসাম রাইফেলস। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আসাম রাইফেলসের মিডিল স্কুল রাধানগরে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চৌরান্নবই জন ছাত্র ছাত্রী এবং তাদের পিতা মাতা। তাছাড়া উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ প্রশাসনিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ছাত্র ছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন এবং মা কে অভিবাদন করে অনেকেই গীত ও পরিবেশন করেন। খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের একত্র ভাবে ছবি উঠেন সবাই । অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার জলপান পানের পর অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট।