উত্তর মালদাতে দীপক অধিকারী ওরফে দেব অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশিষ্ট অভিনেতা। তিনি উত্তর মালদাতে একটি সভা শেষ করে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেখানে রাণীনগরে তাঁর সভা ছিল এবং জানা যায় হেলিকপ্টারে ওঠার পর বা চপারে ওঠার পরই মাত্র ১০ থেকে ১৫ মিনিট ফ্লাই করার পরই আচমকা দেখা যায় যে ওই চপারের একটি অংশে আগুন লেগেছে তারপর সেখান থেকে মাঝ আকাশেই প্রায় গল-গল করে ধোঁয়া বেরোতে শুরু করে। এবং যখন এই ঘটনা ঘটছিল সেই সময় কিন্তু হেলিকপ্টারটি মাঝ আকাশে ছিল। সেই অবস্থায় দাঁড়িয়ে যাঁরা সেই সময়
জনপ্রিয় অভিনেতার হেলিকাপ্টার দুর্ঘটনা গ্রস্ত।
চপারে ছিলেন প্রত্যেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এবং তখন দেখা যায় যিনি পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর তাকে বলা হয় দ্রুত অবতরণ করতে। জরুরি অবতরণ করতে বলা হয়। কারণ ওই ধোঁয়া বেরোচ্ছিল সেখানে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তা যদি কোনোরকম ভাবে ছড়িয়ে পড়ে বা কোনও রকম ভাবে পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি ঘটনা ঘটতে পারত। এর পরই পাইলট হেলিকপ্টারটি একেবারে জরুরি অবতরণ করে মালদা এলাকাতেই। তারপর সেখান থেকে দেবকে দ্রুত সরিয়ে নিয়ে আসা হয়। প্রবল আতঙ্কিত হয়ে পড়েন দেব সহ অন্যান্যরা যারা
জনপ্রিয় অভিনেতার হেলিকাপ্টার দুর্ঘটনা গ্রস্ত।
ছিলেন । এ ব্যাপারে দেব জানাচ্ছেন যে, কার্যত মৃত্যুর মুখ থেকে তিনি কিন্তু ফিরেছেন। অত্যন্ত অল্পের জন্য তিনি রক্ষা পেয়েছেন। কী ভাবেই চপারটিতে আগুন লাগল। কীভাবে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কী ভাবে তিনি রক্ষা পেয়েছেন? দেব বলেন,মানুষের আশীর্বাদে মানুষের ভালোবাসায় বেঁচে গেছি। মৃত্যুকে কাছ থেকে দেখলাম। ঠিক আছে এখন ভালো আছি এবং আমার কোন কিছু হয়নি। ঠাকুর সঙ্গে আছে, মানুষ সঙ্গে আছে।মালদা থেকে আমজাদ আলির রিপোর্ট নিউজ অবিকল।