ইচাবিল চা বাগান এলাকার জনগণ শুক্রবার আচমকা দেখতে পান একটি বিরল প্রজাতি বানর। জানা গেছে ইচাবিল চা বাগান এলাকায় অবস্থিত ওএনজিসি কার্যালয়ের বিপরীত দিকে থাকা চা বাগান এলাকায় জনগণের হঠাৎ নজরে আসে একটি বিরল প্রজাতির বানর। সঙ্গে সঙ্গে খবর জানানো হয় লোয়াইরপোয়া রেঞ্জ অফিসে। রেঞ্জার গৌতম তিমুং সহ বনবিভাগের কর্মীরা ছুটে যান এই স্থানে। সেখানে পৌঁছে এই বিরল প্রজাতির বানরটিকে পাকড়াও করে নিজের অধীনে নিয়ে আসেন। এবং পরবর্তী সময়ে এই বানরটিকে লোয়াইরপোয়া এলাকার শুকনাছড়া পুরাতন ওএনজিসির জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়। এই অভিযানে ছিলেন লোয়াইরপোয়া বনবিভাগের রেঞ্জার গৌতম তিমুং, বনবিভাগের কর্মী মানিক দেব সহ বনবিভাগের অন্যান্য কর্মীরা।অনিমেষ দেবের রিপোর্ট ।