চলতি বন্যার জন্য ফকিরাবাজার- নিলামবাজার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। পূর্ত বিভাগের উত্তর করিমগঞ্জ টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারি নির্বাহী বাস্তুকার জানিয়েছেন জাতুয়া গ্রামের এম কে গান্ধী কলেজের পাশে ফকিরাবাজার- নিলামবাজার সড়ক বা এফএন রোডের প্রথম কিলোমিটার অংশ বন্যার জলে ধুয়ে নেওয়ার
বন্যার জন্য ফকিরাবাজার- নিলামবাজার সড়কে যান চলাচল বন্ধ।Traffic stopped on Fakira Bazar-Nilambazar road due to flood.
ফলে এবং বিপদজনক অবস্থায় থাকায় জনগণের সুরক্ষার জন্য ওই সড়ক দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়েছে। এতে জনগণকে বিকল্প সড়ক হিসেবে দাসগ্রাম থেকে পনেরঘর হয়ে রাহাতপুর সড়ক দিয়ে চলাচল করতে পূর্ত বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি পূর্ত বিভাগের ওপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অবিরাম বৃষ্টির ফলে বন্যার জল বাগুয়া
বন্যার জন্য ফকিরাবাজার- নিলামবাজার সড়কে যান চলাচল বন্ধ।Traffic stopped on Fakira Bazar-Nilambazar road due to flood.
সড়ক হয়ে বিএ সড়ক থেকে রুপশীবাড়ী কুচিরকোনা সড়ক এবং নয়াগ্রাম থেকে টিকরপাড়া সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই সড়ক গুলির ওপর দিয়ে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট।