শিলচর কালাইন সড়কের তিনঘরিতে ডাকাত দলের খপ্পরে দুই সিইউইটি পরীক্ষার্থী সহ সাথে থাকা পরিবারের লোকেরা।ভাঙ্গারপার পুলিশের তৎপরতায় তিন ডাকাত গ্রেফতার। সিইউইটি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার শিলচর থেকে শিলং এর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। কিন্ত তারা শিলং পৌছার একটু আগে সিইউইটি পরীক্ষা বাতিলের খবর পেয়ে বাড়িতে ফিরে আসার সময় বৃহস্পতিবার রাত ৩ টার সময় বিহাড়া পুলিশ ফাঁড়ির অধীন তিনঘরিতে ডাকাতির শিকার হয়ে সর্বস্ব খুইয়েছেন। রাত ৩ টার সময় তিনঘরিতে আসার পর ৬ জনের ডাকাত দল মোটা রশি দিয়ে পথ আগলে ধারালো দা সহ অস্ত্র দিয়ে আক্রমণ করে তাদের সঙ্গে থাকা মোবাইল মহিলাদের সোনা সহ নগদ টাকা হাতিয়ে নেয়। এমনকি তাদের মারধর করেছে ডাকাতরা। তখন তারা ভাঙ্গারপার পুলিশকে ঘটনাটি জানান । ভাঙ্গারপার পুলিশ তাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় । । ঘটনাস্থলেই কিছু দূরে একটি অ্যালটো গাড়ি দেখতে পান। তখন অ্যালটো গাড়িতে থাকা ৩ জনকে ডাকাত হিসাবে
সিইউইটি পরীক্ষা দিতে গিয়ে ডাকাতের খপ্পরে পরীক্ষার্থীরা।
শনাক্ত করেন যাত্রীরা। তখন ভাঙ্গারপার পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।৩ ডাকাত কে ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ভাঙ্গারপার পুলিশ ডাকাতদের বিহাড়া পুলিশকে সমঝে দিয়েছে।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল