বিধায়কের পুরোহিত্যে বোল্ডার মার্চেন্ট এসোসিয়েশনের বাগবাসা বিধানসভা এলাকার ক্রেসার মালিকদের নিয়ে নতুন কমিটি গঠিত হয়। এই সভায় তিন দফার বিশেষ দাবিও তুলে দেওয়া হয় বিধায়কের হাতে।বিবরণে প্রকাশ, গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা ছয় ঘটিকায় বাগবাসা বিধানসভা এলাকার সমস্ত ক্রেসার মালিক ও ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় শনিছড়াস্থিত মিলন চন্দ্র দেবনাথের বাড়িতে। শ্রী দেবনাথের সভাপতিত্বে এবং বিধায়ক যাদব লাল নাথের পৌরহিত্যে উক্ত সভায় প্রায় পঞ্চাশেরও অধিক ক্রেসার মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ৫৫ নং বাগবাসা বিধানসভা এলাকায় অবস্থিত এই ক্রেসার গুলো বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে বহু দিন ধরে।তাই উক্ত সমস্যা গুলো নিরসনের জন্যই বিধায়ককে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই উপস্থিত ক্রেসার মালিকদের নতুন কমিটি গঠন করা হয়।উক্ত কমিটির সভাপতি ও সম্পাদক যথারীতি মিলন চন্দ্র দেবনাথ ও সুয়াব আলীকে নির্বাচিত করা হয়। তাছাড়া কোষাধ্যক্ষ হন ইকবাল আহমেদ। তাছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ ও বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস প্রমূখরা।এদিকে তাদের বিশেষ তিন দফা দাবি ছিলো যথাক্রমে, সবগুলো ক্রেসারকে একস্থানে করে দেওয়া অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল জুনে পরিণত করা। তাছাড়া ছোট-বড় সব ক্রেসার গুলিকে পলিউশন সার্টিফিকেট প্রদান করা এবং বর্তমানে বঃহিরাজ্যের বোল্ডার রাজ্যের প্রবেশ বন্ধ থাকায় তা পুনরায় চালু করা ও প্রতিটি গাড়ির কোম্পানির বডি অনুযায়ী বোল্ডার নিয়ে চলাচলের সুবন্দোবস্ত করে দেওয়া প্রভৃতি। তবে এক্ষেত্রে এক প্রতিক্রিয়ায় বিধায়ক শ্রীনাথ জানান তিনি ক্রেতা, মালিকগণ ও রাজ্য সরকারের বৈধতার মধ্যেই সবকিছু খতিয়ে দেখবেন। অর্থাৎ কোন প্রকারই ক্ষতি যেনো না হয় এবং সর্বক্ষেত্রে যাতে সরকারী বৈধতা প্রাপ্ত হয়।চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট।