একটি কাজে তিনি খুব খারাপ,স্বীকার করলেন অনুপম খেরদেশের সিনেমা জগতের এক অন্যতম উজ্জ্বল নাম অনুপম খের। অত্যন্ত বলিষ্ঠ অভিনেতা হিসাবেই তাঁর পরিচিত। কিন্তু তিনিও অকপটে একটা কথা স্বীকার করে নিলেন।দেশের সিনেমা জগতের অন্যতম পরিচিত নাম অনুপম খের। সাধারণ মানুষ যেমন শাহরুখ খান, সলমন খান বা অক্ষয় কুমারদের চেনেন, তেমনভাবেই তাঁদের কাছে অনুপম খেরও পরিচিত নাম। অনুপম
দক্ষ অভিনেতা হয়েও একটি কাজে খুব খারাপ অনুপম খের,একথা স্বীকার করলেন তিনি।Even though he is a skilled actor Anupam Kher admitted to being very bad at one thing
খেরকে অত্যন্ত দক্ষ অভিনেতা হিসাবেই ধরা হয়।যার প্রমাণও তিনি বারবার দিয়েছেন। যে কোনও চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। চ্যালেঞ্জে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। সেই অনুপম খের এতদিন পর স্বীকার করে নিলেন তিনি কোন কাজে একদম বাজে।আগামী ৩১ মে মুক্তি পাচ্ছে জনপ্রিয় কার্টুন চরিত্র ছোটা ভীমকে নিয়ে একটি সিনেমা। তাতে অভিনয় করেছেন অনুপম। তারই একটি অনুষ্ঠানে এসে অনুপম স্বীকার করে নেন তিনি নাচে একেবারেই অপটু। নাচে তিনি খুব বাজে।তাই তাঁকে এতদিনের জীবনে এত সিনেমায় নানা চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও নাচতে তেমন দেখা
দক্ষ অভিনেতা হয়েও একটি কাজে খুব খারাপ অনুপম খের,একথা স্বীকার করলেন তিনি।Even though he is a skilled actor Anupam Kher admitted to being very bad at one thing
যায়নি। নাচ না পারায় তিনি যে সিনেমায় নাচটা এড়িয়ে যান তা কার্যত পরিস্কার করে দেন অনুপম।যদিও তিনি এটাও জানিয়েছেন, যেটুকু তাঁকে নাচতে দেখা গেছে তা তিনি আবেগ থেকে করেছেন। নাচের জন্য নয়। ওই আবেগে ভরসা করেই তিনি যেটুকু জীবনে নাচতে পেরেছেন।যদিও ছোটা ভীমকে নিয়ে এই সিনেমার ২টি
দক্ষ অভিনেতা হয়েও একটি কাজে খুব খারাপ অনুপম খের,একথা স্বীকার করলেন তিনি।Even though he is a skilled actor Anupam Kher admitted to being very bad at one thing
গানে অনুপমকে নাকি নাচতে দেখা যাবে। অবশ্যই যা অনুপম খেরের সঙ্গে খুব একটা মানানসই নয়। তবে তিনি চেষ্টা করেছেন বলেই জানিয়েছেন অনুপম খের। ব্যুরো রিপোর্ট।