চোর কে, চেনেও ও কিছু করতে পারছেন ডোরসেট এর এক দোকানদার।চোর কে জেনেও কিছু করতে পারছেন না দোকানদারচিপসের প্যাকেট চুরি চলছে অনেক দিন ধরে। রাতের অন্ধকারে নয়, সকালের আলোয় সকলের সামনে চুরি হয়। কিন্তু কিছু করে উঠতে পারছেন না দোকানদার।সিগাল হল একধরনের সাদা পাখি। একটু বড় চেহারার পাখি। সেই পাখির উপদ্রবে কার্যত মাথায় হাত পড়েছে ব্রিটেনের ডোরসেট এলাকার দোকানদারের।তাঁর দোকানে অন্য অনেক জিনিসের সঙ্গে বিভিন্ন স্বাদের পটেটো চিপস বিক্রি হয়। সেখানে
চোর কে, চেনেও ও কিছু করতে পারছেন ডোরসেট এর এক দোকানদার।Who is the thief? The shopkeeper in Dorset is unable to recognize or do anything about it.
গত ২ মাস ধরে একটি সিগাল পাখির উপদ্রব শুরু হয়েছে।দরজা খোলা পেলেই সে পাখি হেঁটেই দোকানে ঢোকে। পটেটো চিপসের তাক কোথায় সে জানে। সেখানে পৌঁছে যায়। তারপর পছন্দের প্যাকেটটি মুখে করে নিয়ে ফের দুলকি চালে হেঁটেই দোকান থেকে বেরিয়ে যায়।দোকানদার জানাচ্ছেন গত ২ মাসে তাঁর ৩০টির ওপর চিপসের প্যাকেট নিয়ে চলে গেছে ওই সিগাল পাখিটি। এখন একটু ঝাল চিপস রেখে দোকানদার দেখার চেষ্টা করছেন চিপসে কোনওভাবে সিগালটির অরুচি হয় কিনা। যদিও তেমন কিছু ইঙ্গিত মেলেনি। সিগাল তার কাজ চালিয়ে যাচ্ছে।চোর কে, চেনেও ও কিছু করতে পারছেন ডোরসেট এর এক দোকানদার। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।