করিমগঞ্জে কন্ট্রোল রুম স্ট্রং রুমের পাশে স্থানান্তরিত
লোকসভার সাধারণ নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে খোলা কন্ট্রোল রুম ২৭ এপ্রিল সকাল থেকে করিমগঞ্জ কলেজে সরিয়ে নেওয়া হচ্ছে।নিরাপত্তাজনিত কারণে ভোটবন্দি ইভিএমগুলির ভোট গণনার জন্য করিমগঞ্জ কলেজে নির্মিত স্ট্রঙরুমে রাখা হচ্ছে। সে রুমের পাশেই থাকছে কন্ট্রোল রুমটি।কন্ট্রোল রুমে থাকা টেলিফোন নম্বর ০৩৮৪৩-২৬৫১৪৪ এবং ১৯৫০ হেল্পলাইন নম্বর করিমগঞ্জ কলেজ কন্ট্রোল রুমে কার্যকর থাকছে।এসডিও (ফোন)কে জেলা আয়ুক্তের কার্যালয়ের কন্ট্রোল রুম সেলের টেলিফোন সেখানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব এক সরকারি আদেশযোগে জানিয়েছেন, অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যেতি দেব (৯৪০১১৫৭৭৫৫) সেলের সার্বিক দায়িত্বে থাকবেন এবং সার্কল অফিসারদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা করবেন।