৭-নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ জেলার ৪টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৬ এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য এনআই অ্যাক্টে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, অসম সরকারের শ্রমিক কল্যাণ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ভোটের দিন সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট আগামী ২৬ এপ্রিল জেলায় সব ধরনের কারখানা, চা বাগান, দোকান পাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিনোদন প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠান, ফার্ম, বাণিজ্যিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক ইত্যাদি কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীদের জন্য লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রদান করার জন্য সবেতন ছুটি ঘোষণা করেছেন। জন প্রতিনিধিত্ব আইনের ১৩৫(বি) ধারার অধীনে এই পেইড হলিডে ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জ লোকসভা আসনে ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।