ফিরে এল এভারেস্টে ৭৫ বছর লুকিয়ে থাকা ভালবাসা
৭৫ বছর সেগুলি ছিল বরফের তলায়। তাও আবার সযত্নে। সেগুলি স্বামীস্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহুর্ত। কিন্তু সেই মুহুর্তগুলির সাক্ষী হওয়ার সুযোগ পাচ্ছেন এবার সকলেই।
মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার রাস্তা, ফাইল ছবি।
বরফের তলায় ছিল চিঠিগুলি। তাও আবার এক ব্যক্তির পরনে থাকা জ্যাকেটের পকেটে অতি সযত্নে রাখা ছিল সেগুলি। সেই অবস্থায় সেগুলি থেকেছে ৭৫ বছর। তারপর যখন আচমকাই একদিন বরফের তল থেকে উদ্ধার হয় ওই পর্বতারোহীর নিথর দেহ তখন সেই চিঠিও উদ্ধার হয়।
যেমন অক্ষত সুন্দর অবস্থায় ছিল ওই ব্যক্তির দেহটি, তেমনই চিঠিগুলি ছিল জ্যাকেটের পকেটে। এভারেস্ট থেকে উদ্ধার এক পর্বতারোহীর দেহে থাকা জ্যাকেটের পকেট থেকে পাওয়া ওই চিঠিগুলি এবার পড়তে পারবেন সকলেই। যে ৪টি চিঠি ওই ব্যক্তি ও তাঁর স্ত্রীর মধ্যে আদানপ্রদান হয়েছিল।
জর্জ ম্যালোরি নামে এক পর্বতারোহীর দেহ পাওয়া যায় এভারেস্টের একটি উচ্চতায় বরফের তলায়। যখন পাওয়া যায় তার ৭৫ বছর আগেই তিনি হারিয়ে গিয়েছিলেন এভারেস্টে। তারপর তাঁর আর দেখা মেলেনি।
কোথায় যে তিনি বরফ চাপা অবস্থায় পড়েছিলেন তার খোঁজ মেলেনি। কিন্তু আচমকাই এমন বহু বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহীর দেহ উঁকি দিয়েছে এভারেস্টে। এমন খবর একাধিকবার শোনা গেছে। যার একজন ছিলেন জর্জ।
তাঁর পকেট থেকে তাঁর স্ত্রী রুথকে লেখা যে চিঠিগুলি পাওয়া যায় তা এবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ম্যাগডালিন কলেজের ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে।
চিঠিগুলির ডিজিটাল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যা অবশ্যই ওই অমূল্য চিঠিগুলিকে দীর্ঘজীবী করবে। আর সেগুলি এখন ওই ওয়েবসাইটে ঢুকে পড়ারও সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। এভাবে আকর্ষণীয় খবর পড়তে চোক রাখুন আমাদের ওয়েবসাইটে।