বাজারে চলে এলো রেডিমেড বউ।এবার বাজার থেকে নিজের পছন্দ মতো বউ কিনে আনতে পারবেন আপনি। গায়ের রং,উচ্চতা,চেহারা সবকিছু দেখে নিতে পারবেন আপনি।এবার আর কষ্ট পেয়ে রাত কাটাতে হবে না। গার্লফ্রেন্ড বা বউ নেই বলে আর অপমানিত হতে হবে না। ছেলেদের মুখে হাসি ফোটাতে বা ছেলেদের একাকিত্ব দুর করতে বাজারে এলো রেডিমেড বউ।এই সুন্দরী বউ ঘরে নিয়ে আসার জন্য আপনাকে বিয়ে করতে হবে না,আপনি বিয়ে না করে সংসার করতে পারবেন এই রেডিমেড বউয়ের সাথে।খুব সহজেই বিয়ের স্বাদ নিতে পারবেন আপনি ও। বিশ্বজুড়ে ব্যাক্তিগত সময় কাটাতে এখন অনেক যুবারাই এইসব রেডিমেড বউদের ঘরে নিয়ে আসছেন।আর এতে দুর হচ্ছে ছেলেদের একাকিত্ব। জানাগেছে যুবকদের কথা মাথায় রেখে চীনের কিছু প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে মানুষ রূপী পুতুল। এই পুতুল বা রোবটের শারীরিক গঠন দেখতে একেবারেই হুবহু মানুষের মতো।এই রোবটের স্পর্শ বুঝতেই দেবে না এটি একটি রোবট,এই রোবটটি একটি ছেলের সমস্ত আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম।শুধু তাই নয় এই রোবট আপনার বাড়ির সমস্ত কাজ নির্ভুলভাবে করে দিতে সক্ষম। পাশাপাশি শারীরিক চাহিদা মেটাতে ও এই রোবট গুলির জুড়ি মেলা ভার।