কোন ট্রেনে যাতায়াতের জন্য ভাড়া লাগে না ! মাত্র ১টিই আছে গোটা দুনিয়ায় টিকিট না কেটে ট্রেনে যাত্রা সম্ভব নয়। কিন্তু এই রুটের ট্রেনটিতে যাত্রীদের কোনও ভাড়া দিতে হয়না। বিনা পয়সায় ট্রেনে ভ্রমণ করা যায়। ভারতীয় রেল,ট্রেনে চড়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেই প্রতিটি যাত্রার জন্যই তাঁদের নির্দিষ্ট ভাড়ায় টিকিট কাটতে হয়।বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ উচিৎ নয়। বিনা টিকিটের যাত্রীদের কড়া শাস্তির মুখে পড়তে হয়।কিন্তু এই ভারতেই এমন একটি ট্রেন রয়েছে যাতে করে যাতায়াতে কোনও অর্থ দিতে হয়না। কোনও ভাড়া লাগেনা। বিনামূল্যেই এই ট্রেনে যাতায়াত সম্ভব। আর তা কাজেও লাগান স্থানীয়রা থেকে পর্যটক সকলেই। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে এই ট্রেনে যাতায়াতের জন্য কোনও টিকিটের প্রয়োজন নেই। উঠে পড়লেই হল। তারপর ওই ট্রেনের রুটের যেখানে নামতে চান সেখানে নেমে গেলেই হলো ।কেউ টিকিট চাইবে না।হিমাচল প্রদেশের ভাকরা নামে গ্রাম থেকে এই ট্রেন যাত্রা করে পৌঁছায় পঞ্জাবের নাঙ্গাল পর্যন্ত। ভাকরা এবং নাঙ্গাল নাম দুটি শুনে চেনা চেনা লাগছে কি ? ঠিকই ধরেছেন। ভাকরা নাঙ্গাল ড্যাম পর্যন্ত শ্রমিকদের নিয়ে যাতায়াতের জন্যই শুরু হয় এই ট্রেনের পথচলা।ট্রেনটির যাত্রাপথে সাকুল্যে ছয়টি স্টেশন পড়ে।এখানকার স্থানীয়রা এই ট্রেনে সর্বদা যাতায়াত করেন। স্থানীয় পড়ুয়ারা স্কুলে যায়। এমনকি এখানে ঘুরতে আসা পর্যটকরাও এই ট্রেনে চড়ে আশপাশের চোখ জুড়িয়ে দেওয়া পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।কিন্তু ট্রেনটিতে চড়তে কোনও অর্থ প্রদান করতে হয়না। কোনও টিকিট নেই। বিশ্বে এই একটি মাত্র এমন ট্রেন রয়েছে যাতে চড়ে ভ্রমণে কোনও খরচ নেই। খরচ ছাড়া পর্যটন স্থানে যেতে বড় সুযোগ।