আবার ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে চল্লিশ কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস জব্দ। মিজোরামের চম্পাই থেকে আসা একটি ইকো গাড়ির পেট্রোল টেঙ্কের কাছে আলাদাভাবে তৈরি করা চেম্বার থেকে উদ্ধার দুই লক্ষ ইয়াবা ট্যাবলেট। সঙ্গে আটক করা হয়েছে পাথারকান্দি এলাকার সেলিম উদ্দিন কে। পুলিশ
এসপির নেতৃত্বে চল্লিশ কোটির ইয়াবা ট্যাবলেট উদ্ধার।আটক পাথারকান্দির যুবক।
সুপার পার্থ প্রতীম দাস গোপন খবরের সূত্রের ভিত্তিতে করিমগঞ্জের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেন বৃহৎ পরিমাণের ড্রাগস। উল্লেখ্য গাড়িতে ব্যাবহার করা নম্বর প্লেট নকল বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পুলিশ জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।ব্যুরো রিপোর্ট ।