ষ্ট্রোক হওয়ার ঠিক পূর্বে শরীরে দেখা দেওয়া ৮ টি লক্ষণ। ষ্ট্রোকের আগাম বার্তা হতে পারে এই কয়েকটি লক্ষণ। এই ৮ টি লক্ষণ যদি দেখা দেয় তাহলে চিকিৎসকের দ্বারস্থ হোন ।হঠাৎ ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়াটা বর্তমানের জন্য এক সাধারণ বিষয় হয়ে পড়েছে। প্রায়ই আমরা শুনে থাকি সুস্থ একজন মানুষের হঠাৎ স্ট্রোকে মৃত্যু হয়েছে। ভারতে দৈনিক হাজার হাজার মানুষের ষ্ট্রোক হয়ে মৃত্যু হয়। আধুনিক যুগে এক ভয়ংকর সমস্যায় পরিণত হয়ে পড়েছে এই ষ্ট্রোক।কিন্তু আমরা একটু সজাগতা এবং সচেতনতা অবলম্বন করলে এই ষ্ট্রোক থেকে রেহাই পেতে পারি। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের ষ্ট্রোক হওয়ার এই ৮ টি লক্ষণ বা সমস্যার কথা বলবো। ষ্ট্রোকের পূর্বে হতে পারে এই ৮ টি লক্ষণ। নম্বর ১ প্রায় সময় মাথা ব্যথা। ষ্ট্রোকের একটি প্রধান লক্ষণ হচ্ছে ,প্রায় সময়ই মাথা ব্যথা এই মাথাব্যথা অত্যন্ত তীব্র হতে পারে। মস্তিষ্কের রক্ত নলীগুলো বন্ধ বা রক্ত চলাচলে বাধা হওয়ার জন্য সৃষ্টি হওয়া চাপের ফলে এই মাথাব্যথা হতে পারে। সাধারণত ঔষধ সেবন করলে বা বিশ্রাম করলে এই বেথা শেষ হয় না। এই ধরনের সমস্যায় ভুগছেন যদি তাহলে চিকিৎসকের দ্বারস্থ হোন,এবং রক্তচাপের উপর নজর রাখুন। নম্বর দুই দৃষ্টি শক্তির সমস্যা। আপনার দৃষ্টি শক্তি হঠাৎ ধূসর বা কম হয়েছে কী? সাবধান হোন এটি স্ট্রোকের এক অন্যতম লক্ষণ হতে পারে। দৃষ্টি শক্তি নিয়ন্ত্রণ করা মস্তিষ্কের অংশে রক্ত সঞ্চালনে বাঁধা গ্রস্ত হলে এমন হতে পারে। এই লক্ষণ দু ধরনের হতে পারে এস্কামিক ও হেমোলজিক। তাই দৃষ্টি শক্তিতে কোন অস্বাভাবিক পাচ্ছেন যদি চিকিৎসকের পরামর্শ নিন। নম্বর তিন দুর্বলতা কোন কারণ ছাড়াই রোজ আপনি দুর্বল অনুভব করেন কী? সকালে বিছানা থেকে উঠতে কষ্ট হয় কী? একটু কঠিন কাজ করলেই অত্যন্ত কষ্ট হয় কী? সাবধান হোন এগুলো স্ট্রোকের পূর্বের লক্ষণ। মস্তিষ্কে রক্ত সঞ্চালন বন্ধ হলে এমন হতে পারে। পর্যাপ্ত মাত্রায় অক্সিজেন না পেলে শরীর দুর্বল হয়। এধরনের লক্ষণ অনুভব করলে শীঘ্রই চিকিৎসকের দ্বারস্থ হোন। নম্বর ৪ মাথা ঘোরানো হঠাৎ আপনার মাথা ঘুরায় কী? চোঁখ দিয়ে ধুয়ো ধুয়ো দেখছেন কী? যদি এমন হয় তা হলে চিন্তার কারণ। স্ট্রোকের এটি একটি প্রধান লক্ষণ। মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও রক্ত না পেলে এমন হয় এবং স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়। এসকোমিক এবং হোমোলজিক দুটিই স্ট্রোকের লক্ষণ হতে পারে। নম্বর পাঁচ পায়ের দুর্বলতা মস্তিষ্কের কোন জায়গায় প্রভাব পড়েছে তাঁর উপরে ভিত্তি করে শরীরের দু দিকে বা এক দিকে এই লক্ষণ দেখা দিতে পারে। পা দুটি দুর্বল ও কঠোর অনুভব হয় তাহলে এড়িয়ে যাবেন না এটি স্ট্রোকের পূর্বের লক্ষণ। পা যদি কখনও কঠোর অনুভব হয়, ঝিনঝিন করে তৎক্ষণাৎ চিকিৎসকের দ্বারস্থ হোন। এটি সম্ভাব্য স্ট্রোকের লক্ষণ হতে পারে। নম্বর ছয় স্মৃতি শক্তির সমস্যা আপনি খুব তাড়াতাড়ি কথা ভুলে যান কী স্মৃতি শক্তি দুর্বল হচ্ছে কী? রাতে করা কাজটি সকালে ভুলে গেছেন কী? যদি এমন হচ্ছে তাহলে চিন্তার বিষয় কারণ এটা সম্ভাব্য স্ট্রোকের পূর্বের লক্ষণ হতে পারে। হঠাৎ স্মৃতি শক্তির সমস্যা হলে চিকিৎসকের দ্বারস্থ হোন। নম্বর সাত কথা বলার সমস্যা স্ট্রোকের একটি প্রধান লক্ষণ হচ্ছে কথা বলার সমস্যা। যদি কথা বলতে কষ্ট
স্ট্রোক হওয়ার পূর্বে দেখা দেয় এই আঠ টি লক্ষণ।এই লক্ষণ গুলো দেখা দিলে শীঘ্রই চিকিৎসকের দ্বারস্থ হোন।
হচ্ছে? অন্যের কথা বুঝতে কঠিন হচ্ছে তা হলে এটি স্ট্রোকের পূর্বের লক্ষণ হতে পারে। কথা বলার শক্তির মাংস পেশী মস্তিষ্কের রক্ত নলি নিয়ন্ত্রণ করে। স্ট্রোকের লক্ষণ হলো কথা বলতে ও বুঝতে সমস্যা হতে পারে। নম্বর আঠ বমি হঠাৎ বমি হওয়া বা পেটে অসহ্য অনুভব হওয়া স্ট্রোকের পূর্বের লক্ষণ হতে পারে, কারণ স্ট্রোক মানুষের পাচন তন্ত্র এবং শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের অংশে ক্ষতি করে। ক্ষুধা কম হওয়া, পেটের গণ্ডগোল হওয়া ইত্যাদি স্ট্রোকের পূর্বের লক্ষণ হতে পারে। একসঙ্গে এধরনের সমস্যার সম্মুখীন হলে চিকিৎসকের দ্বারস্থ হোন।উপরোক্ত তথ্য গুলো বিভিন্ন উৎস থেকে সংগৃহীত প্রাথমিক জ্ঞানের জন্য। বিশেষ তথ্যের জন্য চিকিৎসকের পরামর্শ নিন। নিউজ ডেস্ক রিপোর্ট।