কাছাড় জেলায় ভয়ংকর হৃদয় বিদারক ঘটনা।কুয়ো থেকে মুরগী উদ্ধার করতে গিয়ে একসাথে তিন জনের মৃত্যু ঘটেছে।কুয়োতে আবদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে দুই ভাই সহ তিন জনের। পুলিশ ও এসডিআরএফ প্রায় এক ঘন্টা অভিযান চালিয়ে কুয়ো থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।কাছাড় জেলার লক্ষিপুর
কুয়ো থেকে মোরগ তুলতে গিয়ে অঘটন !
বিধান সভা কেন্দ্রের অন্তর্গত ট্রেক্টর টিলায় হৃদয় বিদারক এই ঘটনাটি সংঘঠিত হয়েছে।মৃত তিন জনের নাম অমিত সেন,প্রসনজিৎ দেব ও মনজিৎ দেব বলে জানা গেছে। তিন জনের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।