আশ্রম রোডের রুবি ওয়াইন সোপ কে স্থানান্তরিত করার দাবি কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতার।আশ্রম রোডের ওয়াইনশোপটিকে নিয়ে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। রবিবার কৈবর্ত উন্নয়ন পরিষদের একাংশ নেতারা সাংবাদিক সম্মেলন ডেকে বলেন রুবি ওয়াইন শোপটিতে সন্ধ্যার পর থেকে মদ বিক্রির ফলে রাস্তায় বসে তা সেবন করে যুবকেরা রাস্তায় যাতায়াতকারী মহিলা ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরন আজও অব্যাহত রয়েছে । বিষয়টি জেলা প্রশাসনকে বার-বার জানানো সত্বেও কোনও ধরনের সঠিক পদক্ষেপ নিচ্ছেন না। যার কারণে এলাকায় নানান ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।তারা অভিযোগ করে বলেন,রুবি ওয়াইনশোপের পাশে থাকা বসবাসকারী স্থানীয়
শিলচরে মদের দোকান স্থানান্তরিত করতে কৈবর্ত পরিষদের সাংবাদিক সম্মেলন।The news conference of the Kaibarta Parishad to relocate the liquor store in Silchar.
মানুষদের কাছে থেকে এনওসি ছাড়া কিভাবে চালাচ্ছেন একটি মদের দোকান।বিগত দিনে সমাজসেবী তথা কৈবর্ত উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সুজিত চৌধুরীর বিরুদ্ধে অযথা অভিযোগ করে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করার অপচেষ্টা কারীদের তীব্র ভাষায় নিন্দা জানান এরা ।পরিষদের পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্বর এই ওয়াইন শোপটিকে সেখান থেকে সরিয়ে অন্যত্রে নিয়ে যাওয়ার দাবি রাখেন।সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈতব্য উন্নয়ন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার,শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার,সহ-সভাপতি সুবোধ দাস, গিরীন্দ্র দাস,সূর্য্য দাস, প্রাক্তন সভাপতি অঞ্জন চৌধুরী ,জীবন অধিকারী , সুরঞ্জন দাস প্রমূখেরা।ব্যুরো রিপোর্ট ।