একই রাতে ৮ টি ক্ষুদ্র ব্যবসায়ীর দোকানে চোরের তাণ্ডব। করিমগঞ্জ শহরের ছন্তর বাজারে সংঘটিত হয় এই দুঃসাহসীক চুরি কাণ্ড। ছোট ছোট পান-সুপারি এবং চীড়ে-মুরির দোকানের তালা ভেঙে চোরের দল লুটে নিয়ে যায় নগদ অর্থ সহ ইনভার্টার মেশিন । ৮ টি দোকান
করিমগঞ্জে ভয়ঙ্কর চুরি কাণ্ড, আতঙ্ক জনমনে।The terrifying robbery incident in Karimganj has instilled fear in people’s minds.
মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা লুটে নিয়ে যায় চুরের দল বলে দোকানের মালিকেরা জানান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় করিমগঞ্জ সদর থানার পুলিশ। শহরের মধ্যস্থলে এধরনের চুরি কাণ্ডে পুলিশের নৈশ পাহারা নিয়ে জনমনে উঠছে প্রশ্ন চিহ্ন।ব্যুরো রিপোর্ট।