হাইলাকান্দির আয়নাখালে কৃত্রিম বন্যার ফলে প্লাবিত ত্রিশ টি পরিবার। এবার রাজ্যে বন্যার তাণ্ডব। মুষলধারে বর্ষণের ফলে হাইলাকান্দিতে সৃষ্টি হয়েছে এই কৃত্রিম বন্যা। জেলার ড্রেনেজ সিস্টেম খারাপ হওয়ার জন্য আয়নাখল এলাকার প্রায় ত্রিশ টি পরিবার জলের তলায়। দু তিন দিন থেকে হওয়া মুষলধার বর্ষণের ফলে
কৃত্রিম বন্যা আয়নাখালে। বৃহৎ অভিযোগ জেলার ড্রেনেজ সিস্টেমের বিরুদ্ধে।Artificial floods in the canal. Massive complaints against the district’s drainage system.
এই জায়গায় এক প্রকার কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এখানে কৃত্রিম বন্যার সৃষ্টির ফলে পথ অবরোধ করে প্রতিবাদ সাব্যস্থ করেছেন স্থানীয় জনগণ। বহু পরিবারের সামগ্রী জলের তলায় ডুবছে এই জায়গার মানুষের। অতি শীঘ্রই তাদের এই জায়গার বন্যার সমস্যা সমাধান করার জন্য জেলা প্রশাসন কে আহ্বান জানিয়েছেন তাঁরা।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।