ক্ষেতের মাঝে বান্ধবীকে বিয়ে করলেন ৯৩ বছরের মিডিয়া সম্রাট।একটি সবুজ ঘেরা ক্ষেত। তার মাঝেই তিনি তাঁর পঞ্চম বিয়েটা সেরে ফেললেন। দেখিয়ে দিলেন বয়স একটা নম্বর মাত্র। ৯৩ বছরেও গাঁটছড়া বাঁধা অসম্ভব নয়।তাবড় বিশ্বে সংবাদ জগতে তাঁকে চেনেন না এমন মানুষ নেই। তাঁর ঝুলিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নামকরা সব সংবাদমাধ্যম। মিডিয়া টাইকুন
৯৩ বছরের মিডিয়া সম্রাট বিয়ে করলেন বান্ধবীকে !অবাক লাগলেও এটাই সত্যি।93-year-old media mogul marries his secretary! Surprising, but true!
বলেই তাঁর পরিচিতি। সেই মানুষটি এবার তাঁর পঞ্চম বিয়েটা সেরে ফেললেন।তাঁর বান্ধবীকেই বিয়ে করলেন তিনি। তাঁর এখন বয়স ৯৩ বছর। আর তাঁর সুন্দরী বান্ধবীর বয়স ৬৭। ৯৩ বছরেও যে বিয়ের কথা ভাবা যেতে পারে তা প্রমাণ করে দিলেন রুপার্ট মার্ডক।ক্যালিফোর্নিয়ার মোরাগাতে রয়েছে রুপার্টের নিজের একটি বাগানবাড়ি। সেখানেই আঙুর বাগানের মাঝে সবুজের কোলে তিনি বিয়ে করলেন তাঁর বান্ধবী ইলিনা জুকোভা-কে।বিয়ের পর তাঁরা ছবিও তোলেন। যা এখন
৯৩ বছরের মিডিয়া সম্রাট বিয়ে করলেন বান্ধবীকে !অবাক লাগলেও এটাই সত্যি।93-year-old media mogul marries his secretary! Surprising, but true!
সারা বিশ্বের সংবাদমাধ্যমে জ্বলজ্বল করছে। ইলিনা অবশ্য মিডিয়া জগতের মানুষ নন। তিনি ছিলেন একজন মলিকিউলার বায়োলজিস্ট। ১ বছর হল রুপার্ট ও ইলিনা প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে তাঁরা বিয়ে করলেন।৬ সন্তানের জনক রুপার্টের দ্বিতীয় বিয়েটা সবচেয়ে বেশিদিন টিকেছিল। সাংবাদিক আনা ট্রোভ-এর সঙ্গে ৩০ বছর সংসার করেছিলেন রুপার্ট।এতদিন বাকি ৪টি বিয়ে টেকেনি। এবার পঞ্চম বিয়ে করার পর রুপার্টকে
৯৩ বছরের মিডিয়া সম্রাট বিয়ে করলেন বান্ধবীকে !অবাক লাগলেও এটাই সত্যি।93-year-old media mogul marries his secretary! Surprising, but true!
বেশ খুশিই দেখা গেছে। দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক পোস্ট, দ্যা টাইমস, ফক্স নিউজ সহ রুপার্ট মার্ডকের ঝুলিতে রয়েছে তাবড় সব সংবাদমাধ্যম। রুপার্ট মার্ডক তাঁর প্রথম বিয়েটা করেছিলেন অস্ট্রেলিয়ান এক বিমান সেবিকাকে। ব্যুরো রিপোর্ট।