অন্যান্য বছরের ন্যায় এবছরও কলকলিঘাট শশ্মান কালীবাড়ি মন্ডপে ১৬ প্রহর হরিনাম অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠিত হয়। বিভিন্ন কার্যসূচীর মধ্যে ২৯ নভেম্বর সন্ধ্যায় শুভ অধিবাস,৩০ নভেম্বর মঙ্গল আরতি ও ১৬ প্রহর হরিনাম লীলা কীর্তনের সূচনা, ১ ডিসেম্বর লীলাকীর্তন ও মহাপ্রসাদ বিরতন, ২ ডিসেম্বর নগর পরিক্রমান্তে ১৬ প্রহর হরি নামের সমাপ্তি ও মহন্ত বিদায়। হরিনাম পরিবেশনে কীর্তনীয়া দলের মধ্যে ছিলেন সুষেন বৈদ্য ত্রিপুরা, মমতা মন্ডল কলকাতা,রূপসী হালদার কলকাতা, সুমন বৈদ্য বাংলাদেশ ।
নাম কীর্তনে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছেন তাই কমিটির পক্ষ থেকে বিধায়ক কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জ্ঞাপন করেন কমিটির কর্মকর্তারা। অনুষ্ঠান সুন্দরসুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেকের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি পটলচন্দ্র দে,সহ সভাপতি বিরেন্দ্র শুক্লবৈদ্য,সম্পাদক অরবিন্দ চন্দ,অশোক এস,নয়ন দাস, সুবির দত্ত ও কার্যকরী সভাপতি মিন্টু সরকার, সঙ্গম কানু,শঙ্কর মজুমদার সহ অন্যান্যরা।