সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ ধনেহরির বন্যাক্রান্তদের বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ পেলেন না বন্যাক্রান্তরা। এমনই অভিযোগ উঠলো সোনাইর ধনেহরি প্রথম খণ্ডে।সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানভাসিরা জানান, পর পর দুবার বন্যার কবলে তাঁরা পড়লেও সরকারি ভাবে কোনও ত্রান দেওয়া হয়নি। বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর, শুক্কুর আলি লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, বদরুন নেছা চৌধুরী, সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন সংশ্লিস্ট পাটোয়ারী কিছু নেতাদের নিয়ে নিজের
বানবাসিরা ত্রাণ সামগ্রী পাচ্ছেন না অভিযোগ শিলচরে।The refugees are not receiving essential relief materials in the Silchar camp.
মর্জিমাফিক বন্যাক্রান্তদের তালিকা বানিয়েছিলেন। এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর স্বামী সামসুল ইসলাম বড়ভুইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যার ফলে মানুষ নিজের ঘরবাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে ত্রান শিবিরে যাচ্ছেন না। কিন্তু মানবিকতার জন্যও সংশ্লিস্ট পাটোয়ারী এদের ত্রাণ সামগ্রী দেননি। কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটোয়ারী। বন্যাদুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।ব্যুরো রিপোর্ট