বাড়ি জানতে পেরে সমস্ত চুরি করা সামগ্রী ফিরিয়ে দিলো এক চোর।কার বাড়িতে চুরি করেছে জানতে পেরে লজ্জায় সব ফিরিয়ে দিল চোরবাড়ি ফাঁকা পেয়ে চুরি করেছিল চোর। কিন্তু যখনই সে জানতে পারল কার বাড়িতে সে চুরি করেছে, তখনই সব ফিরিয়ে দিল সে।বাড়ি তালাবন্ধ ছিল। সেই সুযোগ কাজে লাগাতে সিদ্ধহস্ত চোরেরা। তেমনই এক চোর ফাঁকা তালাবন্ধ বাড়িটিতে ঢুকে পড়ে। যেখান দিয়ে সে ঢুকেছিল, সেখান দিয়েই এক এক করে জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে থাকে সে। একাধিক বার সে আসে। চুরি করে নিয়ে যায় এলইডি টিভি, কাঁসা ও পিতলের তৈরি জিনিসপত্র,
কার বাড়ি জানতে পেরে সমস্ত চুরি করা সামগ্রী ফিরিয়ে দিলো এক চোর।The thief returned all the stolen goods upon realizing whose house he had broken into.
রান্নাঘরের স্টিলের বাসনপত্র।এমনকি যে আটা, ময়দা, চাল বাড়িতে রাখা ছিল, তাও নিয়ে যায় সে। কেবল বাড়িতে অনেক খুঁজেও টাকাকড়ির সন্ধান পায়নি। তবে বাড়িতে আরও কিছু রয়ে গেল কিনা, তা খুঁজতে গিয়ে তার নজরে পড়ে অনেক সম্মানপত্র, সাম্মানিক স্মারক।যা দেখে সে বুঝতে পারে সে কার বাড়িতে এই কদিনে কয়েকবার ঢুকে চুরি করেছে। ওই চোর জানতে পারে ওটা মহারাষ্ট্রের বিখ্যাত সাহিত্যিক নারায়ণ গঙ্গারাম সুরভে-র বাড়ি। এটা দেখে সে লজ্জিত হয়ে পড়ে।এবার শুরু হয় যে পথে বাড়ি ফাঁকা করেছিল, সেই পথেই যা যা নিয়ে গিয়েছিল সেগুলি বাড়িতে ফিরিয়ে আনা। এভাবে সে যা যা চুরি করে নিয়ে গিয়েছিল, সব ফিরিয়ে এনে
কার বাড়ি জানতে পেরে সমস্ত চুরি করা সামগ্রী ফিরিয়ে দিলো এক চোর।The thief returned all the stolen goods upon realizing whose house he had broken into.
ঘরের একটি কোণায় জড়ো করে।সব ফিরিয়ে দেওয়ার পর সে একটি চিরকুট লিখে দেওয়ালে সেঁটে দেয়। যেখানে সে লেখে চুরি করার সময় সে জানত না কার বাড়িতে সে চুরি করছে। তবে যখন স্মারকগুলি দেখে সে জানতে পারে, তখন সে ভীষণই লজ্জিত হয়। তাই সে যা যা চুরি করেছিল ফিরিয়ে দিয়ে গেল।ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নেরাল শহরে। পদ্মশ্রী সম্মান প্রাপ্ত ওই সাহিত্যিকের মেয়ে ও জামাই প্রায় ৩ সপ্তাহের ছুটি
কার বাড়ি জানতে পেরে সমস্ত চুরি করা সামগ্রী ফিরিয়ে দিলো এক চোর।The thief returned all the stolen goods upon realizing whose house he had broken into.
কাটিয়ে বাড়িতে ফিরে তছনছ বাড়ি দেখে পুলিশে খবর দেন।পুলিশ তদন্তে নেমে এই জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যাওয়ার ঘটনা জানতে পারে। চুরির মত ভুল পথ নিলেও চোরটি যে শিক্ষিত তা মেনে নিচ্ছেন অনেকেই। বাড়ি জানতে পেরে সমস্ত চুরি করা সামগ্রী ফিরিয়ে দিলো এক চোর। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।