অভিনেতারা বোকা ফড়িং এর মত,বলিউড কে ফের একবার তোপ কঙ্গনার।অভিনেতারা হচ্ছেন সব বোকা ফড়িং, ফের বলিউডকে তোপ কঙ্গনা রানাওয়াতের বলিউডে তাঁর একজনও বন্ধু নেই। কেন নেই তা বোঝাতে গিয়ে বলিউডের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুরি ছোটালেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাওয়াত।বলিউডে কি হয়? কেন তাঁর বলিউডে কোনও বন্ধু নেই? সেটাই বোঝাতে গিয়ে কঙ্গনা রানাওয়াত যা বললেন তাতে আর এক দফা তাঁর বিরুদ্ধে গোটা বলিউডের রাগ হওয়াটা খুব অস্বাভাবিক হবেনা।চিরকালই কঙ্গনা
অভিনেতারা বোকা ফড়িং এর মত,বলিউড কে ফের একবার তোপ কঙ্গনার।Kangana once again takes a swipe at Bollywood, comparing its actors to foolish butterflies.
রানাওয়াত নিজের বক্তব্য পেশের সময় কোনও কিছুর তোয়াক্কা করেননি। যা মনে হয়েছে তা বলেছেন। কঙ্গনার মতে বলিউডে তাঁর বন্ধু না থাকার কারণ একাধিক।একটি পডকাস্টে বক্তব্য রাখতে গিয়ে কঙ্গনা দাবি করেন, বলিউডে কেউ কোনও খবর রাখেন না। দেশ দুনিয়ায় কি হচ্ছে তার কোনও খবর তাঁদের কাছে থাকেনা। তাঁরা কেবল নিজেদের নিয়েই ব্যস্ত। তাঁরা অত্যন্ত বোকা এবং নির্বোধ।বলিউড মানেই এখন প্রোটিন শেক এবং সেইসব কিছু। বলিউডের অভিনেতারা একসঙ্গে হলে মদ্যপান করেন আর পোশাক এবং অন্য জিনিসপত্র নিয়ে আলোচনা করেন। দেশ দুনিয়া নিয়ে তাঁরা বিশেষ জানেনও না।হিমাচল প্রদেশের মান্ডি লোকসভার সাংসদ এখানেই শেষ করেননি। তাঁর দাবি, বলিউড অভিনেতাদের যেদিন কাজ থাকেনা, তাঁরা সেদিন সকালে ঘুম থেকে উঠে শরীরচর্চা করেন। দুপুরে ফের ঘুমোন। ফের ঘুম থেকে উঠে জিমে যান। শরীরচর্চা করেন।এরপর একটু টিভি দেখেন। তারপর রাতে ঘুমোতে চলে যান। এঁরা অনেকটা ফড়িংয়ের মত নির্বোধ। এঁদের কোথায় কি হচ্ছে সে সম্বন্ধে কোনও ধারনাই নেই।এঁদের সঙ্গে তাঁর বন্ধুত্ব কীভাবে হতে পারে! কঙ্গনার দাবি, তিনি বলিউডের কারও সঙ্গে কখনও ঝগড়া করেননি। তবে তাঁর বিরুদ্ধে কেউ কিছু বললে তার উত্তর দিয়েছেন। অভিনেতারা বোকা ফড়িং এর মত,বলিউড কে ফের একবার তোপ কঙ্গনার।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।