ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা কিছুতেই যেন থামছে চাইছেনা। এ যেন পূর্ব পরিকল্পিত ঘটনা। এবার দুস্কৃতীদের টার্গেট হলো শিবমন্দির। পাল্টা দুস্কৃতীদের হামলার মুখে পড়লো মসজিদও৷ সাময়িক বরখাস্ত এসপি। ফের ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবা। এলাকায় মোতায়েন প্রচুর নিরাপত্তারক্ষী৷ চাপা উত্তেজনা অব্যাহত৷ গুজব ছড়ালেই সংগে সংগে গ্রেফতার জানিয়ে দেন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরের পেকুছড়ায়। অভিযোগ সোমবার গভীর রাতে দুস্কৃতীরা ভেঙে গুড়িয়ে দেয় পেকুছড়ার ঐতিহ্যবাহী শিবমন্দির সাত সকালে এই দৃশ্য স্থানীয়রা প্রত্যক্ষ করতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়৷ এরপর অশনাক্ত একদল দুস্কৃতীরা স্থানীয় ছোট একটি মসজিদে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি এলাকায় পৌছে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহবান জানান এবং গুজব না ছড়ানোর আহবান জানান। এদিকে কদমতলা কান্ডে পানিসাগর পুলিশ সম্পুর্ন ব্যার্থতার পরিচয় দিয়েছে তাই আজেই ত্রিপুরা রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কে সাময়িক বরখাস্ত করেছেন৷ নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ধলাই জেলার পুলিশ সুপার আইপিএস অভিনাশ রাই কে। এই ঘটনার পর ফের ৭২ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রিপুরায় থাকা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী এই নির্দেশে জানিয়েছেন সামাজিক মাধ্যমে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে ১৮৮৫ সালের আইন অনুযায়ী গ্রেফতার করা হবে৷ এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কৈলাশহর থানায় স্মারকপত্র প্রদান করে মুসলিম সমাজের লোকেরা। উল্লেখযোগ্য যে কদমতলার পর পানিসাগরের ঘটনা যে পূর্ব পরিকল্পিত তা গতি দৈনিকে প্রকাশিত হয়েছিল অবশ্য প্রতিটি ক্ষেত্রে সরকার ও প্রশাসন যে সম্পুর্ন ব্যার্থ তা বারে বারে প্রকাশ্য আসছে। প্রশ্ন উঠেছে গোয়েন্দা বিভাগ করছেটা কি? গোয়েন্দা বিভাগ কি উত্তর ত্রিপুরা জেলায় সম্পুর্ন নিস্ক্রিয় এই প্রশ্নই জনমনে এই মুহুর্তে।
ত্রিপুরার পেকুছড়ায় হামলা শিবমন্দির ও মসজিদে, ক্লোজড পুলিশ সুপার,বন্ধ ইন্টারনেট পরিষেবা।In Tripura’s Pekuchhara, there were attacks on a Shiva temple and a mosque. The police superintendent has been suspended, and internet services have been shut down.
Leave a review
Leave a review