করিমগঞ্জ জেলায় শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে সমাজের প্রতিটি স্তরে শিশুদের সাথে জড়িত শিক্ষক, সরকারি কর্মী ও জনগণকে প্রশিক্ষিত করার অঙ্গ হিসেবে শুক্রবার করিমগঞ্জে জেলার শিক্ষকদের নিয়ে এক প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় করিমগঞ্জের জেলা গ্রন্থাগার ভবনে করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিশু সুরক্ষা ইউনিটের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে করিমগঞ্জের সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লুউসি) চেয়ারম্যান বিশ্ববরন বরুয়া, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য ও রিসোর্স পার্সন সত্যজিৎ দাসকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়। এরপর
করিমগঞ্জে শিশু সুরক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ Training for Teachers on Child Protection in Karimganj
প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা শিশু সুরক্ষা আধিকারিক প্রিয়াঙ্কা ইয়ামনাম স্বাগত ভাষণ প্রদান করে বলেন যে মাতা পিতার পর শিশুরা অধিক সময় শিক্ষকদের সাথেই অতিবাহিত করে তাই শিক্ষকদের শিশু সুরক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকা একান্ত আবশ্যক। তিনি শিশু শ্রম, বাল্য বিবাহ, অবৈধ দত্তক, নিখোঁজ শিশু, শিশু নিগ্রহ, পরিত্যক্ত শিশু, পকসো আইন, শিশু অপহরণ ও শিশু পাচার, শিশুকে ভিক্ষা বৃত্তিতে প্ররোচিত করার মত গম্ভীর সমস্যাগুলি সম্পর্কে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে জেলায় আসা চলতি ও বিগত বছরের তুলনাত্মক খতিয়ান তুলে ধরেন এবং এর প্রতিকারে গ্রহণীয় ব্যবস্থা সম্পর্কে সচেতনতামূলক আহ্বান জানান। তিনি শিশু সুরক্ষার কোন লঙ্ঘন সম্পর্কে অভিযোগ করিমগঞ্জ জেলায় চালু থাকা চাইল্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ এ জানানোর পরামর্শ দেন। অনুষ্ঠানে সিডব্লুউসি-র প্রাক্তন সদস্য সত্যজিৎ দাস বাল্য বিবাহ নিষেধাজ্ঞা আইন ও শিশু শ্রম আইন নিয়ে
করিমগঞ্জে শিশু সুরক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণ Training for Teachers on Child Protection in Karimganj
বিস্তারিত আলোচনা করেন। এদিন সিডব্লুউসি-র চেয়ারম্যান বিশ্ববরণ বরুয়া শিশু পাচার রোধে থাকা ব্যবস্থা, আইনি শিশু দত্তক, শিশু নিগ্রহ, শিশুর যৌন হয়রানি প্রতিরোধে পকসো আইন নিয়ে সচেতনতা গড়ে তুলেন। এতে প্রতি জন বক্তা শিশু সুরক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রতিটি বিদ্যালয় সহ সবাইকে অবগত করতে আহ্বান জানান। উল্লেখ্য এ বিষয়ে পুলিশ কর্মীদের গত ১৬ অক্টোবর জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পরবর্তীতে অন্যান্যদেরও অনুরুপ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানানো হয়। এদিনের অনুষ্ঠানে পিও এনআইসি দেবযানি দাস সহ জেলা শিশু সুরক্ষা ইউনিটের কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।