আজ অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার এক সভা অনুষ্ঠিত হয় সোনাখিরায়ে। দুপুর আনুমানিক এক ঘটিকায় স্বামী বিবেকানন্দ কলেজের প্রেক্ষাগৃহে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মহাসভার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কর্মকর্তারা। সভার শুরুতে সর্ব প্রথমে পরিচয় হয় সবার। এদিন স্বামী বিবেকানন্দের প্রতি ছবির সামনে প্রদীপ প্রজ্বলন করেন অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মদন সতনামি। তারপর উপস্থিত মহাসভার কর্ম কর্তাদের উত্তরীয় দিয়ে বরণ করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন বক্তারা নিজ নিজ বক্তব্য রাখেন । তাঁরা নিজ বক্তব্যে চা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। চা বাগানে বসবাসরত বহু জাতি গোষ্ঠী
আজও অসমের আদিবাসীরা জাতির প্রমাণ পত্র থেকে বঞ্চিত। মহাসভার জেলা কমিটি গঠন।Even today, many indigenous communities in Assam are deprived of their identity documents. The district committee of the Mahasabha has been formed.
আজও জাতির প্রমাণ পত্র থেকে বঞ্চিত। আজ পর্যন্ত চা বাগানের মানুষ পাট্টা ভূমি থেকে বঞ্চিত রয়েছেন। মহাসভার বক্তারা নিজ বক্তব্যে পাট্টা ভূমি ও জাতির পরিচয় পত্র পেতে বিশেষ গুরুত্ব প্রদান করবেন বলে আশ্বাস দেন। তাঁরা আরও বলেন অসমের অন্যান্য প্রান্তের চা জনগোষ্ঠীর লোকদের মত করিমগঞ্জের চা জনগোষ্ঠীর লোকরা ও উপকৃত হতে পারেন তাঁর জন্য কাজ করবেন অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার কর্মকর্তারা। সভার মধ্য খানে চা জনগোষ্ঠির জনপ্রিয় ঝুমুর নৃত্য পরিবেশন করেন আদিবাসী সমাজের যুবতীরা। উল্লেখ্য আজকের এই সভা শুরুর পূর্বে মহাসভার পতাকা উত্তোলন করেন মেদলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি অন্ত বাল্মীকি দাস। করিমগঞ্জ আদিবাসী সমাজের লোকদের কে শিক্ষার ক্ষেত্রে অগ্রসর হতে অনুরোধ জানান তাঁতী মহাসভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিক্ষক দিলীপ তাঁতী। আজকের এই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্ৰীয় সাংঘটনিক সম্পাদক বিশ্ব কুমার বাক্তি,কেন্দ্রীয় কমিটির অর্গানাইজিং সেক্রেটারি মদন সতনামি ,কেন্দ্ৰীয় প্রচার সম্পাদক দীনেশ টংলা,দিলীপ তাঁতী কেন্দ্ৰীয় সাধারণ সম্পাদক অসম তাঁতী সভা,বীরেন তাঁতী কেন্দ্ৰীয় সহকারী সম্পাদক অসম তাঁতী সভা,অরুণ মিৰ্ধা কর্ণধার সমিতির সদস্য অসম মিৰ্ধা সমাজ,রাজকুমার সৎনামী জাতীয় সন্মিলনী কাৰ্বিআলং জেলা, শত্রুঘ্ন চাষা, জয়রাম ভূমিজ, অসম চা জনগোষ্ঠী জাতীয় মহাসভার বরাক উপত্যকার মুখ্য সমন্বয়ক সন্ত ঋী, উত্তম রিখায়াসন সহ অন্যান্যরা। উল্লেখ্য যে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ছয় টায় আজকের এই সভার সমাপ্তি ঘটে। সঞ্জিত কৈরী ও রঞ্জিত কৈরীর রিপোর্ট নিউজ অবিকল।