রঞ্জিত কৈরী, কাঁঠালতলী ।
ওসি ও এসআই এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ বাজেয়াপ্ত তিলভূমে।পলাতক গৃহ কর্তা।অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলীর তিলভূম চা বাগানের এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর বিদেশী মদ বাজেয়াপ্ত পলাতক গৃহমালিক। বহু দিনের গণ অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে অবশেষে সফলতা পেলো কাঁঠালতলী ফাঁড়ি পুলিশ। রবিবার সন্ধ্যা রাতে আগাম খবরের ভিত্তিতে বাজারিছড়া থানার ওসি ও কাঁঠালতলী স্থানীয় পুলিশের এস আই ঋণ্টু গগৈর নেতৃত্বে পুলিশের একটি দল তিলভূম বাগানের কানু পদবীর এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ঘর থেকে পাঁচ কার্টুনে মোট একশো ছাপ্পান্ন বোতল বিদেশী মদ জব্দ করে।এই অভিযানের সময়
বিপুল পরিমাণে বিদেশী মদ বাজেয়াপ্ত তিলভুম চা বাগানে, পলাতক গৃহকর্তা।A large quantity of foreign liquor was seized at Tilvum Tea Estate, with the owner reportedly on the run.
বাড়ির মালিক পালিয়ে গা ঢাকা দেওয়ায় তাকে পাকড়াও করা যায় নি বলে পুলিশ জানিয়েছে। তারপর বাজেয়াপ্ত মদ গুলো থানায় নিয়ে আসে পুলিশ। উক্ত কাণ্ডে পলাতক গৃহ মালিক তথা অবৈধ ভাবে মদ বিক্রি কাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে পুলিশ বলে জানা গেছে।পুলিশের এধরনের অভিযানে খুশি ব্যক্ত করেছেন সচেতন জনগণ।উল্লেখ্য গত দীর্ঘ দিন ধরে কাঁঠালতলী এলাকা সহ চা বাগান এলাকায় বিদেশী মদের বেআইনি ভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।