করিমগঞ্জের পৌরপতি এক বিজ্ঞপ্তিযোগে করিমগঞ্জ পৌর এলাকার সব ই-রিক্সা চালকদের তাঁদের নিজ নিজ ভোটার কার্ড, আধার কার্ড এবং ই-রিক্সার বৈধ কাগজপত্র আগামী পয়লা নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পৌরসভা কার্যালয়ে জমা দিতে নির্দেশ দিয়েছেন।
করিমগঞ্জ পৌর এলাকার ই-রিক্সা চালকদের নথিপত্র জমা দেওয়ার নির্দেশ।The directive for e-rickshaw drivers in Karimganj municipality to submit their documentation
করিমগঞ্জ পৌর এলাকার ই- রিক্সাগুলি যাতে চিহ্নিত করা যায় সেই উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।