১৭ এপ্ৰিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী প্রার্থী রাধেশ্যামের হয়ে প্রচার চালাবেন শিলচরে।সোমবার শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বরা তিনি জানান আগামী১৭ এপ্ৰিল শিলচরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী তৃণমূলের লোকসভা নির্বাচনের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে শিলচর টাউন ক্লাব ময়দানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।রিপুন বরা বলেন এবার তৃণমূল কংগ্রেসের শিলচর থেকে বৃহৎ আকারের জয় লাভ করবেন।বিজেপির এবার শিলচর থেকে উৎখাত হয়ে যাবে শিলচরে এবার বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল কংগ্রেসের কারণ শিলচরের কংগ্রেসের প্রার্থী দুর্বল তার জন্য বলে জানান রিপুন বরা তিনি বলেন এ আই ইউ ডি এফ বিজেপি সরকারের হয়ে কাজ করছে বলে জানান।