অবৈধ বিদেশীদের মুক্তাঞ্চলে পরিণত ত্রিপুরা। বিশেষ করে সিপাহী জেলার বিভিন্ন এলাকা দিয়ে এর সেভ করিডোর রয়েছে। পূর্বে দেখা গিয়েছে বৈধ কাগজপত্র বিহীন আফ্রিকান যুবক-যুবতী আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার পথে ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে অসম সীমান্তে। কিন্তু ইদানিং আফ্রিকানদের বাড়বাড়ন্ত নজরে না পড়লেও অবৈধ বাংলাদেশীদের ছড়াছড়ি চলছে ত্রিপুরায়। পাকিস্তানের যুবক সাব্রুম পুলিশের হাতে ধরা পড়ার রেশ কাটতে না কাটতে ফের সোমবার বস্কোনগর এলাকার কলমচৌড়া থানার পুটিয়া সীমান্তে পাচার বাণিজ্যের সময় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশী যুবকের।এই পাচারকার্যের মাস্টার মাইন্ড ত্রিপুরা সীমান্তের শাহ আলম নামে অপর এক যুবক। সে দীর্ঘ বছর ধরে কলমচৌড়া থানার পুটিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ উপায়ে বিভিন্ন গবাদি পশু সহ মসলা, চিনি ও অন্যান্য পণ্য সামগ্রী পাচার করে থাকে। অবশ্য এ কাণ্ডে জড়িত বাংলাদেশের যুবক মোহাম্মদ হাসান গত সোমবার পাচারের সময় সীমান্ত রক্ষী বাহিনীর নিষেধ না মেনে জিরো পয়েন্টে আসতেই বিএসএফ গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। এই ধরনের খবর নতুন কোন বিষয় নয় এর পূর্বেও একাধিক ঘটনার সাক্ষী রয়েছে বিভিন্ন থানা এলাকা। কখনো বাংলাদেশ থেকে কাজের সন্ধানে অবৈধ বাংলাদেশি সহ রোহিঙ্গারা পশ্চিমবঙ্গ বা দিল্লির উদ্দেশ্যে যাওয়ার সময় ত্রিপুরার বিভিন্ন থানায় ধরা পড়েছে আবার একই উপায়ে বহিঃরাজ্যে অবৈধভাবে বসবাস করে নিজেদের কর্মস্থল থেকে বাংলাদেশে ফেরার পথে অসম চুরাইবাড়ি সহ ত্রিপুরার বিভিন্ন থানায় ধরা পড়েছে এই অবৈধ বাংলাদেশিরা। তবে এ কাজে রাজ্যের গোয়েন্দা বিভাগ যে অত্যন্ত দুর্বল তার প্রমাণ বারংবার পাওয়া গেছে। কোন একটা ঘটনা ঘটে যাওয়ার পর গোয়েন্দা-কর্মীরা উপর মহলে খবর দিয়ে থাকে কিন্তু আগাম কোন বাংলাদেশী সহ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খবর সহ বিভিন্ন ছিনতাইবাজ ও চোরের গতিবিধির খবর সংগ্রহ করতে ব্যর্থ তারা। পাকিস্তানি যুবক আয়ান আলম ওরফে আল আমিন পাকিস্তান থেকে ভারতের বিভিন্ন রাজ্য অতিক্রম করে নিরাপদে আগরতলা এবং আগরতলা থেকে রেল যুগে সাবরুম পৌঁছেছিলো বাংলাদেশে পাড়ি দেওয়ার জন্য। পরে যাত্রীদের সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে কিন্তু সেখানেও গোয়েন্দা সংস্থার কর্মীরা কোন খবর পায়নি। এর পঁচিশ বছর পূর্বে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে তার পিতা-মাতা পাকিস্তানে চলে যায় সেই খবরও নেই তৎকালীন গোয়েন্দা বিভাগের কর্মীদের থেকে সীমান্ত রক্ষী জোয়ানদের নিকট। এভাবে ভারতে থাকা অধিকাংশ অবৈধ বাংলাদেশি ত্রিপুরার গা বয়ে ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপদে অতিক্রম করেছে।নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ অবিকল।