হাইলাকান্দিতে ভোটের ওয়েভ কাস্টিং
হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রের 332 টি পোলিং স্টেশনে ওয়েভ কাস্টিং হচ্ছে।।শুক্রবার ভোটের দিন জেলার 332 টি পোলিং বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন সহ জেলা প্রশাসন।।। হাইলাকান্দি জেলা নির্বাচন বিভাগের ওয়েব কাস্টিং সেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো
হাইলাকান্দিতে ভোটের ওয়েভ কাস্টিং
হয়েছে ওয়েব কাস্টিং সুচারু ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে ।। এজন্য আই টি সেলের কর্মীদেরকে কাজে লাগানো হয়েছে ।।
, ভারতের নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনে করিমগঞ্জ সংসদীয় নির্বাচনী এলাকার LA-121 হাইলাকান্দি এবং 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 332 টি পোলিং স্টেশনের ভোট গ্রহণ প্রক্রিয়ার ওয়েবকাস্টিং করা হবে।।।এজন্য বৃহস্পতি টেকনোলজিস প্রাইভেট লিমিটেড দ্বারা প্রতিটি সেন্টারে এফএলই নিযুক্ত করা হয়েছে ।