আগামী ২৬শে এপ্রিল, শুক্রবার ৭নং করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতি চুড়ান্ত পর্যায়ে। জেলার প্রতিটি প্রান্তে অবস্থিত ভোটকেন্দ্র গুলির দায়িত্বে নিয়োজিত কর্মীরা করিমগঞ্জ কলেজের মাঠে থাকা নির্বাচনী সামগ্রী বিতরণ কক্ষ থেকে যাবতীয়
করিমগঞ্জের নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে।
সামগ্রীগুলো সংগ্রহ করে যাতে নির্ধারিত পোলিং স্টেশনে ঠিক সময়ের মধ্যে পৌঁছতে পারে সেই জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জ সদরের সরকারি স্কুলের খেলার মাঠে ও নীলমনি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অস্থায়ী বাসস্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও অতিরিক্ত কিছু সংখ্যক গাড়ি করিমগঞ্জ এএসটিসি বাস স্ট্যান্ডে রিজার্ভ করে রাখা হয়েছে।