শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করিমগঞ্জে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ফৌজদারি দন্ডবিধির ১৪৪ ধারার অধীনে কিছু বিধিনিষেধ জারি করেছেন করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। ২৪ এপ্রিল বিকেল ৫ টা থেকে ২৬ এপ্রিল রাত ৮ টা পর্যন্ত সে সব বিধিনিষেধ বহাল থাকবে।সে সংক্রান্ত আদেশে বলা হয়েছে, কোনও দ্বিচক্রযান- স্কুটার, মোটরসাইকেল ইত্যাদির পেছনে আরোহী নিয়ে চলাফেরা করা যাবে না।অবশ্য বৃদ্ধ ব্যক্তি, ১২ বছরের নিচের কোনও শিশু, মহিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনার ক্ষেত্রে সে আদেশ প্রযোজ্য হবে না।আদেশ অনুসারে হেলমেট ছাড়া আরোহীরা স্কুটার, মোটরসাইকেল ইত্যাদি চালাতে পারবেন না। কোনও ব্যক্তি বা গোষ্ঠী লাঠিসোটা বা ধারালো অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে চলাফেরা করতে পারবে না।পটকা আতশবাজি, শব্দ উৎপন্নকারী বা রাসায়নিক বিক্রিয়া সৃষ্টিকারী কোনও পদার্থ ইত্যাদি নিয়ে কেউ
শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করিমগঞ্জে
চলাফেরা করতে পারবে না।খেলনা বন্দুক, খেলনা পিস্তল,খেলনা রিভলবার ইত্যাদি নিয়ে চলাফেরা করা যাবে না। ভোটারতালিকায় নাম না থাকা কোনও ব্যক্তি ,গোষ্ঠী,সংগঠন, সংস্হা, ক্লাব ভোটের দিন পায়ে হেঁটে বা দ্বিচক্রযান, চারচক্রযান ইত্যাদি নিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে বা চতুর্দিকে ঘোরাফেরা করতে পারবেন না। অনুমতিবিহীন লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। নিরাপত্তাবাহিনী ব্যতিরেকে প্রতিদ্বন্দী প্রার্থী সহ পাঁচজনের অধিক ব্যক্তি বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন না। ১০০ মিটার দূরত্বের পরিবর্তে পাঁচটি গাড়ির কনভয়ের মধ্যে আধঘন্টার ব্যবধান থাকতে হবে। নিরাপত্তাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সে আদেশ অবশ্য প্রযোজ্য নয়। অনুমতি ব্যতীত সরকারি বেসরকারি পোস্টার, ব্যানার ইত্যাদি লাগানো যাবে না বা দেওয়াল লিখন চলবে না।