২৫ ও ২৬ এপ্রিল করিমগঞ্জ শহরের মুখ্য সড়কে ই-রিক্সা, অটো চলাচলে নিষেধাজ্ঞা।
করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য ২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ২৬ এপ্রিল,শুক্রবার বিকাল ৫টা থেকে মধ্যরাত্রি ১২টা পর্যন্ত করিমগঞ্জ শহরের পিডব্লউডি কোনা থেকে এওসি পয়েন্ট হয়ে ঘাট লাইন পর্যন্ত এবং এওসি পয়েন্ট
২৫ ও ২৬ এপ্রিল করিমগঞ্জ শহরের মুখ্য সড়কে ই-রিক্সা, অটো চলাচলে নিষেধাজ্ঞা।
থেকে পাথারকান্দি রেলওয়ে ক্রসিং পর্যন্ত সড়কে সব ধরণের ই-রিক্সা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। ফলে ওই সময়সীমায় করিমগঞ্জ শহরের পিডব্লউডি কোনা থেকে এওসি পয়েন্ট হয়ে ঘাট লাইন পর্যন্ত এবং এওসি পয়েন্ট থেকে পাথারকান্দি রেলওয়ে ক্রসিং পর্যন্ত সড়কে কোন ধরনের ই-রিক্সা, ই-অটো এবং পেট্রোল অটো চলাচল করতে পারবে না।