কৃতি বিদ্যার্থীদের সংবর্ধনা এবং নবীন ছাত্রদের বরণের উৎসব পালন করলো সাকসেস কোচিং সেন্টার বাজারীছড়া।গত দু বছর থেকে এই সেন্টার ছাত্রদের সার্বিক উন্নতির জন্য কাজ করে আসছে।এবার বিদ্যার্থীদের সংবর্ধনা উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সন্দীপ কর পুরকায়স্থ এবং শিক্ষক ঘনশ্যাম কৈরী ।ছাত্রদের অনুভূতি এবং আবেগ এই সেন্টারের সাথে জড়িয়ে রয়েছে তা আজকের অনুষ্ঠানে যে বা যারা এসেছেন উনারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করেছেন। শিক্ষক ঘনশ্যাম কৈরী বলেন একত্রে থাকলে যে কোন কাজ করা সম্ভব। পাথারকান্দির ভিতরে এরকম একটা সেন্টারের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে তা অত্যন্ত সৌভাগ্যের বিষয় । ছাত্ররা যেকোনো সময় যেকোনো বিষয়ের জন্য এই জায়গায় যোগাযোগ করতে পারবে এবং শিক্ষক-শিক্ষিকা যে বা যারা এই সেন্টারের সাথে যুক্ত আছেন উনারা যথেষ্ট সাহায্য করবেন বলে উনার বিশ্বাস। তিনি আরো বলেন ব্যক্তিগতভাবে কোন বিষয়ের জন্য বললে তিনি সাহায্য করবেন। প্রধান অতিথি শিক্ষক সন্দীপ কর পুরকায়স্থ বলেন আমি একদিন ছাত্র ছিলাম সেদিন ভাবিনি আজ এই জায়গায় দাঁড়াবো।আজকের অনুষ্ঠানের উপহারটা তোমাদের জন্য কতটা আনন্দদায়ক তা তোমরা অনুভব করতে পারবে আগামী দিনে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করি। এই সেন্টারের শ্রীবৃদ্ধি কামনা করি। উনার বিশ্বাস ছাত্রদের অগ্রগতির জন্য সেন্টারের শিক্ষক-শিক্ষিকার অগ্রণী ভূমিকা থাকবে। ছাত্রদের সম্মুখে সন্দীপ কর দীর্ঘক্ষণ বিস্তারিত পড়াশুনার বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন আজ হয়তো অনেক সুবিধা পাচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু তখনকার দিনে ঘরে আলো ছিল না প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের ঘর কখন ভেঙ্গে যাবে এরকম পরিস্থিতির মধ্যে তখনকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করেছে । তিনি নিজে পাথারকান্দি গিয়ে পড়াশোনা করেছেন তবে বর্তমান ছাত্ররা অনেক দিক থেকে এগিয়ে আছে।সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।শেষে জাতীয় সঙ্গীত গাইয়ে তারপর স্বল্পাহার করে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।