ধসের ফলে আগামী ৭ মে পর্যন্ত সিংহভাগ যাত্রী ট্রেনের চলাচল বন্ধ করলো রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ আগরতলা শিয়ালদহ শিলচর যাত্রীবাহী ট্রেন লামডিং পর্যন্ত চলবে।যেসব যাত্রী শিলচর বা আগরতলা জন্য রওয়ানা দেবেন তাঁরা লামডিং স্টেশনে নেমে পরবর্তী নিজেদের উদ্যেগে গন্তব্যে পৌঁছতে হবে তাদের। অন্যদিকে শিলচর থেকে শিয়ালদহ যাওয়া ট্রেন গুলো লামডিং থেকে যাত্রা আরম্ভ করবে। অর্থাৎ প্রত্যেক যাত্রী কে লামডিং এ গিয়ে ট্রেন ধরতে হবে। এই ব্যবস্থা ৭ মে পর্যন্ত কার্যকর থাকবে। জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গাজাও এর মধ্যে রেল লাইনে ধস নামার ফলে গত ২৫ এপ্রিল থেকে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছিল। জলের স্রোতে লাইনের তলা থেকে মাটি সরে যাচ্ছে। পাঁচ ঘণ্টা রুট ব্লক করে মেরামতির কাজ করেছিলেন কর্মীরা কিন্ত গতকাল রাতের বৃষ্টিতে ওই এলাকা সহ কিছু জায়গার পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠে। জায়গাটির অবস্থান খুবই স্পর্শকাতর। একদিকে পাহাড় ও অন্যদিকে মহাসড়ক ধসের নীচে চলে যাচ্ছে। জলের নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এমন সমস্যা হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে মানুষের অভিমত। ওয়াকিবহাল মহলের মতে একাংশ শীর্ষ কর্তা ও ঠিকাদারের জন্য বর্তমানে এমন অবস্থা কারণ এই জায়গাটি এভাবে থাকলে বছরে কোটি কোটি টাকা আসবে এবং সেই টাকা জাটিঙ্গার জলে ভেসে যাবে কেউ এই টাকার হিসেব রাখতে পারবে না। ইচ্ছে করে এই জায়গাটির সমাধান করা হচ্ছে না বলে অভিযোগ। যার সীমাহীন লোভের খেসারত দিতে হচ্ছে ডিমা হাসাও সহ বরাক উপত্যকা ও ত্রিপুরার লক্ষ লক্ষ জনগণকে।
নিউজ ডেস্ক রিপোর্ট ।