বাগান প্রবন্ধক মারফত এটিসিএল কতৃপক্ষে কে স্মারক পত্র প্রদান করলেন লঙ্গাই চা বাগানের শ্রমিকরা। আজ শ্রমিকরা একত্রে মিলিত হয়ে লংগাই চা বাগানের প্রবন্ধকের হাতে এক স্মারক পত্র তুলে দেন। স্মারক পত্রে তারা উল্লেখ করেন যে তাঁদের বিভিন্ন দাবী রয়েছে শীঘ্রই তাদের এই দাবি গুলো পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে এদিন হুঙ্কার প্রদান করেন তাঁরা। প্রথমত তাদের দাবি হলো মজুরি একশো তিরাশি টাকা থেকে বৃদ্ধি করে দুশো আঠাস টাকা করা । দ্বিতীয়ত শ্রমিকদের বির্ধিত হারে বকেয়া মজুরি এক কালীন দিতে হবে, তৃতীয়ত চা শ্রমিকদের পিএফ বদলিতে ছয় সাত বছর যাবৎ যারা কাজ করেছে তাদের স্থায়ী করা, চতুর্থত প্রত্যেকজন চা শ্রমিক কে চুয়ান্ন পয়সা কিলোগ্রাম রেশন প্রদান করতে হবে, পঞ্চমত স্টাফ ও বেতন ভোগীদের বর্ধিত হারে বেতন প্রদান করতে হবে, ষষ্ঠত শ্রমিকদের ছাতা ,চপ্পল, কম্বল ইত্যাদি মৌলিক ভাবে দিতে হবে, শেষ দাবী হচ্ছে ২০০৫ থেকে এখন পর্যন্ত বকেয়া পাওনা এক কালীন দিতে
হাতিখিরা ইচাবিলের পর এবার লঙ্গাই চা বাগানের শ্রমিকরা স্মারক পত্র প্রদান করলেন এটিসিএল কে।
। এদিকে চা শ্রমিকরা এ বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ক কৃষ্ণেন্দু পাল,কৃপা নাথ মালা , জিপি সভাপতি অনিল কুমার ত্রিপাঠীর হস্তক্ষেপ কামনা করেছেন। যাহাতে অতিসত্তর আমাদের দাবি পূরণ হয়। উল্লেখ্য যে স্মারক লিপি প্রদানের পর লঙ্গাই চা বাগানের প্রবন্ধক শ্রমিকদের আশ্বাস দেন যে লোকসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয় আলোচনা করবেন,তিনি বলেন এই সমস্যার বিষয় বাগান কতৃপক্ষ ও অবগত আছেন।