না ফেরার দেশে পাড়ি জমালেন আইকনিক মিডিয়া ব্যারন রামোজি রাও। শনিবার ভোরে তাঁর মৃত্যু হয় । রামোজি রাওয়ের বয়স হয়েছিল ৮৭ বছর। ঘনিষ্ঠ সূত্রে খবর, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের জন্য তাঁকে ৫ জুন হাসপাতালে ভর্তি করা হয়।হায়দরাবাদের নানকরামগুড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপনও করেছিলেন বলে তেলুগু সংবাদ মাধ্যম সূত্রে খবর।
সংবাদ জগতে বড় ক্ষতি, প্রায়াত রামোজি রাও।The news world has suffered a great loss, almost Ramoji Rao.
তারপর তাঁকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শনিবার ভোর ৪ টে ৫০ নাগাদ, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রামোজি রাও কয়েক বছর আগে কোলন ক্যান্সার থেকে সফলভাবে সেরে উঠেছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা মৃত আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানায়। রামোজি রাওয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন
সংবাদ জগতে বড় ক্ষতি, প্রায়াত রামোজি রাও।The news world has suffered a great loss, almost Ramoji Rao.
নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, শ্রী রামোজি রাও গারুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক । তিনি ছিলেন একজন দূরদর্শী মানুষ, যিনি ভারতীয় গণমাধ্যমে বিপ্লব ঘটিয়েছেন। তাঁর সমৃদ্ধ অবদান সাংবাদিকতা এবং চলচ্চিত্র জগতে একটি চিরস্থায়ী ছাপ রেখে গেছে। তাঁর উল্লেখযোগ্য প্রচেষ্টায় , মিডিয়া এবং বিনোদন জগতে তাঁর উদ্ভাবনী চিন্তা এবং শ্রেষ্ঠত্ব বিশেষ এক মাত্রা স্থাপন করেছে। রামোজি রাও গারু ভারতের উন্নয়নের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে যোগাযোগ ঘটার এবং তাঁর প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’। ব্যুরো রিপোর্ট।।