বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতরবর্ষা নিয়ে এবার বড় আপডেট দিল আবহাওয়া দফতর। দেশে বর্ষা প্রবেশ করেছে আগাম। দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। তারমধ্যেই এল নতুন আপডেট।এবার ভারতে বর্ষা প্রবেশ করেছে ৩১ মে। কেরালা দিয়ে যেমন প্রতিবছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে, তেমনই হয়েছে। ওদিনই উত্তরপূর্ব ভারতেও বর্ষার প্রবেশ ঘটেছে। যার হাত ধরে উত্তরবঙ্গে বর্ষা আগেই প্রবেশ করে সেখানে অতিবৃষ্টি ঝরাচ্ছে।আবার
বৃষ্টি নিয়ে কী আপডেট দিলো আবহাওয়া দপ্তর।The weather department provided updates on rain.
দক্ষিণবঙ্গে যবে বর্ষা ঢোকার কথা ছিল তারপর অনেকগুলো দিন কেটে গেলেও বর্ষার দেখা নেই। এখন কেবল আকাশটা মেঘলা করে আছে। বৃষ্টি সেভাবে নেই।কবে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তাও পরিস্কার করে জানাতে পারছে না আবহাওয়া দফতর। যদিও এর আগে ১৯ জুন বর্ষা প্রবেশের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।এরমধ্যেই মৌসম ভবন বর্ষা নিয়ে নতুন আপডেট দিল। এবার লা নিনার প্রভাবে দেশে
বৃষ্টি নিয়ে কী আপডেট দিলো আবহাওয়া দপ্তর।The weather department provided updates on rain.
স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর। এবার তারা নতুন আপডেটে সেই অবস্থান থেকে না সরলেও জানিয়ে দিল এবার জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেতে চলেছে দেশ।জুনে দক্ষিণবঙ্গে অতি কম এবং উত্তরবঙ্গে অতিবৃষ্টি হচ্ছে। কিন্তু দেশজুড়ে সার্বিকভাবে বৃষ্টির
বৃষ্টি নিয়ে কী আপডেট দিলো আবহাওয়া দপ্তর।The weather department provided updates on rain.
পরিমাণ কম। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগাম দেশে প্রবেশ করলেও তার ছড়িয়ে পড়া অত্যন্ত মন্থর গতিতে হচ্ছে।এর ফলে বৃষ্টি কম হচ্ছে। মৌসম ভবন জানাচ্ছে, দীর্ঘ সময়ের গড় বৃষ্টিপাতের সঙ্গে তুলনা করলে চলতি বছরের জুনের ১৮ তারিখ পর্যন্ত দেশে ২০ শতাংশ বৃষ্টি কম হয়েছে। ব্যুরো রিপোর্ট।