কাঁঠালতলীর ডিএসপি টার্নিং নামক স্থানটি দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে।শীঘ্রই এখানে সাংকেতিক চিহ্নের বোর্ড বসানের দাবী জানিয়েছন জনগণ। উল্লেখ্য অসম ত্রিপুরা সীমান্ত এলাকার কাঠালতলির ডিএসপি টার্নিংয়ে আবারও যান দুর্ঘটনা। আজ একটি ইলেকট্রিক অটো রিকশা ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন জন লোক আহত হয়েছেন।তাদেরকে হাসপাতালে
ফের যান দুর্ঘটনা কাঁঠালতলীতে, আহত তিন।Three injured in another road accident
পাঠানো হয়েছে।জানাগেছে-আজ দুপুর পৌনে একটা নাগাদ কাঠালতলির কুর্তি থেকে TR 05 A 2206 নম্বরের একটি ইলেকট্রিক অটোরিকশা.ত্রিপুরার উদ্দেশ্যে যাচ্ছিল। কাঠালতলীর ডিএসপি টার্নিং নামক স্থানে আসার পর বাক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে উল্টে যায় অটো রিকশাটি।এতে চালক সহ তিন জন যাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি
ফের যান দুর্ঘটনা কাঁঠালতলীতে, আহত তিন।Three injured in another road accident
হাসপাতালে প্রেরণ করেন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাঠালতলি পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই রিন্টু গগৈ। পরে দুর্ঘটনাগ্রস্থ অটো রিকশা টি পুলিশ নিজ জিম্মায় নিয়ে যায়।প্রসঙ্গত উল্লেখ্য অসম ত্রিপুরা সংযোগী ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের কাঠালতলির ডিএসপি টার্নিং এলাকায় ঘন ঘন যান দুর্ঘটনা ঘটছে।এই টার্নিংটি খূবই ভয়ানক। কিন্তু এরপরও এই স্থানে কোনো ধরনের সংকেতিক সাইনবোর্ড বা স্পিডব্রেকার নেই।সেই
ফের যান দুর্ঘটনা কাঁঠালতলীতে, আহত তিন।Three injured in another road accident
সাতে সড়কের পাশে কোনো ধরনের ব্যারিগেট নেই।তাই চালকরা অসাবধানতাবশত এই স্থানে আসার পর গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারে না।সর্বাবস্থায় এই স্থানে দূর্ঘটনা এড়ানোর জন্য বিহীত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন জনগণ।এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত আহতরা পাথারকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানাগেছে। রঞ্জিত কৈরীর রিপোর্ট।