প্রেম মানুষকে অনেক কিছু করিয়ে নেয় একথা ফের প্রমাণ করলেন একত্রিশ বছরের এক যুবক।প্রেমের টানে প্রতিদিন ৩২০ কিলোমিটার, রূপকথা লিখলেন যুবক।প্রেমের টান যে মানুষকে কতটা শক্তি জোগাতে পারে, কতটা কঠোর পরিশ্রম করাতে পারে, তা আরও একবার প্রমাণ হল। কার্যত রূপকথা লিখলেন এই ৩১ বছরের যুবক।প্রেম এখনও মানুষকে দিয়ে অনেককিছু করিয়ে নেয়। সেসব অবিশ্বাস্য মনে হতে পারে। রূপকথা মনে হতে পারে। কিন্তু তা ঘটে এই পৃথিবীর বুকেই। তেমনই এই কাহিনি। ৩১ বছরের যুবকটি বিয়ে করেছেন কিছুদিন হয়েছে। তার আগে অবশ্য বেশ কয়েক বছর চলেছে তাঁর চুটিয়ে প্রেমপর্ব। অবশেষে ভালবাসার মানুষকে বিয়ে।বিয়ে, প্রেম সবই তখনই বেঁচে থাকতে পারে যখন অর্থ অন্তরায় না হয়। তাই চাকরিটা তো করতে হবে। চাকরি তাঁর একেবারে অন্য শহরে। সাধারণত ১৬০ কিলোমিটার দূরের কোনও শহরে চাকরি হলে সেখানেই সকলে বাড়ি ভাড়া করে বা অন্য কোনওভাবে থেকে যান। সপ্তাহান্তে বাড়িতে ফেরেন।এই যুবক কিন্তু ভোর ৫টায় উঠে তৈরি হয়ে বেড়িয়ে পড়েন। তারপর কিছুটা হেঁটে, কিছুটা স্কুটারে, একটা বড় অংশ ট্রেনে, তারপর আবার সাবওয়ে ধরে প্রায় আধ ঘণ্টা। এভাবে তিনি যখন অফিসে পৌঁছন তখন প্রায় ৯টা।হাতে কিছুটা সময় থাকে। তাই অফিসের ক্যান্টিনেই প্রাতরাশটা সেরে ফেলে কাজে লেগে পড়েন। ছুটি হলে ফের যেভাবে এসেছিলেন সেভাবেই ১৬০ কিলোমিটার পথ ফেরত যান। ফিরে যান তাঁর স্ত্রীর কাছে।চিনের লিন নামে এই ব্যক্তির কাহিনি চিনেরই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। অনেকেই তাঁর স্ত্রীর টানে প্রতিদিন ৩২০ কিলোমিটার সফর করে অফিস করার তারিফ করেছেন। লিনের ভালবাসার টান সকলকে মুগ্ধ করেছে।ক্রমে বস্তুনির্ভর আত্মকেন্দ্রিক পৃথিবীতে এখনও ভালবাসার টান যে এই পর্যায়ে যেতে পারে তার একটা উদাহরণ হয়ে উঠেছেন লিন। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর আরও বহু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।প্রেম মানুষকে অনেক কিছু করিয়ে নেয় একথা ফের প্রমাণ করলেন একত্রিশ বছরের এক যুবক।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।