পাথারকান্দি কলেজে দাবাং শিক্ষকের তান্ডব অব্যাহত। এবার তিন শিক্ষকের ঐক্যবদ্ধ আক্রমনের শিকার হয়ে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্র।ঘটনা কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি পাথারকান্দিতে। শত শত ছাত্রছাত্রীরা ঘেরাও করলো কলেজ। কড়া পুলিশি প্রহরায় বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল পাথারকান্দি কলেজ।ঘটনা শুক্রবার। নিগৃহীত ছাত্র সুভাংশু সিনহা জানায় সে সহপাঠীদের সঙ্গে বসে অধ্যায়নে করছিলো এই সময় পাশে থাকা অন্য কিছু ছাত্ররা চেচামেচি করছিল এই যায়গায় একটি ছাত্রীও পাশে বসেছিল। এই ছাত্রীটি কমন রুমে বসে থাকা ইংরেজি শিক্ষক জহরুল ইসলামের কাছে নালিশ করে যে ছাত্ররা চিৎকার চেচামেচি করছে।সঙ্গে সঙ্গে ইংরেজি শিক্ষক ক্লাসে এসে কথা বলতে থাকা ছাত্রদের কান ধরে দাড়াবার জন্য বলেন।এবং সঙ্গে বলেন করা যাতে কেউ না বসে বলে চলে যান কমনরুমে। দাড়িয়ে থাকা একটি ছেলে তখন এই মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি কেন এইভাবে স্যারকে গিয়ে বললে।ছেলেটির এই কথা শুনে মেয়েটি আবারও ইংরেজি শিক্ষককে গিয়ে নালিশ করে ওরা তাকে খারাপভাবে কথা বলছে বলে। ইংরেজি শিক্ষক ক্লাসে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করেন কে বলেছে, মেয়েটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ছেলেটির দিকে,এতে শিক্ষক রেগে গিয়ে তার সঙ্গে দাড়িয়ে থাকা ছেলেটিকে মারধর করেন এবং সঙ্গে তাকেও। অকারনে তাকে মারার জন্য সে একটু রেগে গিয়ে বলে আমি আর এই কলেজে পড়াশোনা করব না। এই বলে বই খাতা নিয়ে ক্লাস রুম থেকে বেরিয়ে আসার সময় ইংরেজি শিক্ষকের সঙ্গে থাকা আরও দুজন শিক্ষক দরজা বন্ধ করে একজনের নাম আকবর, আরেকজন তানজিন এবং ইংরেজি শিক্ষক একত্রিত হয়ে আকবর নামের শিক্ষক। তিনি পায়ে বুটের জুতো পরেছিলেন তিনি আমার বুকে লাথি মারেন সঙ্গে ঘুষিও মারতে থাকেন।মাথাতেও আঘাত করতে থাকেন বারবার। যে রুমে তাকে ঢুকিয়ে মারতে থাকেন এই রুমে সিসিটিভি ক্যামেরা ছিলনা। তিনজন শিক্ষক দাঁড়িয়ে তাকে মধ্য খানে রেখে একের পর এক আঘাত করতে থাকেন। এবং তানজেন নামের শিক্ষক লাঠি দিয়ে তার মাথায় মারতে থাকেন। আকবর নামের শিক্ষক যখন তার বুকে লাথি মারেন তখন সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পর একজন শিক্ষক এসে তাকে বলেন চলেযাওয়ার জন্য।তারপর সে ছাতা হাতে নিয়ে ঘরের উদ্দেশ্যে রওয়ানা হয়। অতিরিক্ত গরম থাকার জন্য পাশে থাকা একটি দোকান থেকে ঠাণ্ডা একটি জলের বোতল ক্রয় করে এবং মাথায় ঢালার পর আমার বাবার কাছে ফোন করি তখন আমি বুঝতে পারি যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।এদিকে আজ উত্তেজিত ছাত্রছাত্রীরা দলবদ্ধ ভাবে পাথারকান্দি কলেজের দিকে এগোতে থাকে কিন্তু সেখানেই আগে থেকেই মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খায়। তবে এই প্রতিবেদন প্রস্তুত করা অবধি চলছে ছাত্রছাত্রীদের বিক্ষোভ। এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পাথারকান্দিতে।জয়রাজ সিনহার রিপোর্ট।