পোড়া জায়গায় কি লাগাবেন, বরফ, টুথপেস্ট, তেল না জল, জানালেন বিশেষজ্ঞরা।কোনও জায়গা পুড়ে গেলে সেখানে অনেকে দ্রুত বরফ লাগান। অনেকে আবার টুথপেস্ট লাগিয়ে দেন পোড়া জায়গায়। বিশেষজ্ঞদের মতে কোনটা করা ঠিক।পুড়ে যাওয়ার ঘটনা তো যে কোনও সময় ঘটতে পারে যে কারও সঙ্গে। রান্না করতে গিয়ে বা অন্য কোনও কারণে টুকটাক এমন পুড়ে যাওয়ার ক্ষেত্রে ঘরোয়া টোটকার ওপরই ভরসা করেন মানুষজন।ঘরোয়া টোটকার মধ্যে সবচেয়ে বেশি মানুষের প্রবণতা হল পুড়ে যাওয়া জায়গায় বরফ ঘষে দেওয়া। অনেকে আবার পোড়া জায়গায় টুথপেস্ট লাগিয়ে দেন। অনেকে তো আবার তেলও দিয়ে দেন।এভাবেই বাড়িতে ছোটখাটো পোড়ার চিকিৎসা নিজেরাই করে আসছেন দেশের মানুষ। এজন্য চিকিৎসকের কাছে তাঁরা যান না। কিন্তু বরফ ঘষা, টুথপেস্ট লাগানো বা তেল লাগিয়ে দেওয়া বড় ভুল হয়ে যাচ্ছেনা তো? চিকিৎসকেরা অন্তত তাই বলছেন।লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক ব্রিজেশ মিশ্রর মতে, পুড়ে গেলে সেখানে বরফ ঘষা, টুথপেস্ট লাগানো বা তেল লাগিয়ে দেওয়ার মত প্রচলিত ধারনায় মানুষের যত না লাভ হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়।বরফ ঘষলে সেখানকার চামড়া হিমায়িত হয়ে রক্ত সঞ্চালন ব্যাহত করে। টুথপেস্টে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পিপারমিন্ট থাকে। ফলে তা লাগালে পোড়া জায়গার ক্ষতি হয়।আর তেল গরম বার হয়ে
মাছের ছালের এই উপাদান পোড়া জায়গায় প্রায়োগ করলে উপকার পাওয়া যায়।
যাওয়ার পথ রোধ করে। ফলে তেল লাগালে পোড়া জায়গা ঠান্ডা হতে অনেক বেশি সময় নেয়। এগুলি কোনওটিই করা ঠিক নয় বলেই অভিমত তাঁর।অধ্যাপক মিশ্রর মতে, পুড়ে গেলে কলের জলের তলায় পোড়া জায়গাটা ধরে রাখাই সঠিক পদ্ধতি। ততক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ না পোড়া জায়গার জ্বলন ঠান্ডা হচ্ছে। এরপর লিনেন জাতীয় পরিস্কার কাপড় দিয়ে পোড়া অংশ ঢেকে দেওয়া। বেশি পুড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।অন্যদিকে প্লাস্টিক সার্জন কেএস মূর্তি-র পরামর্শ হল মাছের ছালে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। মাছের ছালের নানা উপাদান এখন বাজারে পাওয়া যায়। তা পোড়া অংশে প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট।