প্যারিস অলিম্পিকে সোনা কী অধরাই থেকে যাবে ভারতের?নীরজ ও পেলেননা এবার সোনার পদকসোনা পেলেননা নীরজ, প্যারিস অলিম্পিকসে সোনা কি অধরাই থেকে যাবেযাঁর ওপর সারা দেশের নজর ছিল সেই নীরজ চোপড়াও দেশকে সোনার পদক এনে দিতে পারলেননা। তবে কি প্যারিস অলিম্পিকসে সোনা অধরাই রয়ে গেল ভারতের?এদিন নীরজকে কিন্তু ততটা ছন্দেও মনে হয়নি। খারাপ থ্রো করেন। একাধিক থ্রো লাল পতাকা দেখে। তবে একটা ভাল থ্রো করেন। ছোঁড়েন ৮৯.৪৫ মিটার। আর সেটাই তাঁকে জিইয়ে রাখে পদক তালিকায়।নাদিমের পর তাঁর ওই থ্রোটাই সেরা হল। রূপোর পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হল টোকিও অলিম্পিকসে সোনা জয়ী নীরজ চোপড়াকে।পাকিস্তানের হয়ে জ্যাভলিনে সোনা জিতে কার্যত পাকিস্তানের জন্য সর্বকালের অলিম্পিকস রেকর্ড গড়লেন নাদিম। তিনিই হলেন পাকিস্তানের প্রথম
প্যারিস অলিম্পিকে সোনা কী অধরাই থেকে যাবে ভারতের?নীরজ ও পেলেননা এবার সোনার পদকWill the gold medal remain elusive for India at the Paris Olympics? Neeraj Chopra did not win the gold medal this time
খেলোয়াড় যিনি ব্যক্তিগত বিভাগে সোনার পদক এনে দিলেন পাকিস্তানকে।প্যারিস অলিম্পিকস তার শেষলগ্নে পৌঁছে গেছে। ফলে ভারতের আর সোনার পদক আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অনেকেই এবার আর সোনার পদক দেখার আশা ছেড়েছেন। ভারতের ঝুলিতে এখন ১টি রূপো এবং ৪টি ব্রোঞ্জ পদক রয়েছে। প্যারিস অলিম্পিকে সোনা কী অধরাই থেকে যাবে ভারতের?নীরজ ও পেলেননা এবার সোনার পদক ।ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল।